এক্কেবারে অন্য অবতারে পাওয়া গেল রণবীর সিংকে। গত সপ্তাহে যে অভিনেতা নিজের সম্পূর্ণ নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন, তিনিই পরলেন সাদা পাজামা-পাঞ্জাবি ও কালো নেহেরু কোট। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর। সেই ছবি পোস্ট হতেই ট্রোলড হলেন অভিনেতা। তাঁকে মস্করা করে নেটিজ়েনরা লিখেছেন, “দেখুন তো আজ কত ভাল পোশাক পরে আপনি এসেছেন।” অন্য একজন লিখেছেন, “শেষমেশ ভাল পোশাক পরেছেন আপনি।”
গত সপ্তাহে গালিচায় সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে একটি ছবি পোস্ট করেছিলেন রণবীর সিং। একটি ম্যাগাজ়িনের জন্য করা সেই নিউড ফটোশুট দেখে গোটা দেশে হিল্লোল ওঠে। যদিও ভর্ৎসনার চেয়ে বাহবাই কুড়িয়েছেন বেশি। প্রশ্নও তুলেছেন অনেকে। এই কাজ যদি রণবীরের জায়গায় কোনও অভিনেত্রী করতেন, এতটাই বাহবা পেতেন কি তিনি?
উল্লেখ্য, বাঙালি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীও নিজের বক্তব্য জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, রণবীর না হয়ে যদি কোনও অভিনেত্রী এ কাজ করতেন, তা হলে তাঁকে তৎক্ষণাৎ ‘স্লাটশেম’ করা শুরু হত।
মিমি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন, “রণবীরের জায়গায় কোনও অভিনেত্রী হলেও কি তাঁর কপালে বাহবা জুটত, নাকি আপনারা তাঁর বাড়ি জ্বালিয়ে দিতেন, তাঁর বিরুদ্ধে মিছিল করতেন। আমাদের সমাজে সমতা কোথায়?” এদিকে নগ্ন হওয়ার কারণে রণবীরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে একটি সংস্থা। তিনি নাকি মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন, এমনই অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বই পুলিশের কাছে। অন্যদিকে রণবীরের স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্বামীর এই ফটোশুট দেখে বেজায় আহ্লাদিত। রণবীরকে সমর্থন জানিয়েছেন আলিয়া ভাট, স্বরা ভাস্কর, রাখি সাওয়ান্ত, অর্জুন কাপুররাও।