Roddur Roy Arrested: ‘ওঁর বক্তব্যে কেউ খুন হয়নি, তবু গ্রেফতার কেন’, রোদ্দুরের মুক্তি চেয়ে জোরাল প্রতিবাদ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 07, 2022 | 5:20 PM

Roddur Roy Arrested: গ্রেফতারি কেন? বিগত বেশ কিছু দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন ফিরহাদ হাকিম ও মদন মিত্রকে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি।

Roddur Roy Arrested: ওঁর বক্তব্যে কেউ খুন হয়নি, তবু গ্রেফতার কেন, রোদ্দুরের মুক্তি চেয়ে জোরাল প্রতিবাদ
সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়।

Follow Us

 

গোয়া থেকে গ্রেফতার হয়েছেন ইউটিউবার রোদ্দুর রায়। বিগত বেশ কিছু দিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করেছিলেন তিনি, যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। রোদ্দুর ছিলেন নির্বিকার। এমনকি কেকে-কে নিয়ে রূপঙ্কর বাগচীর মন্তব্যের পর তাঁকেও তুলোধনা করেছিলেন তিনি। করেছিলেন লাগামহীন গালিগালাজও। কিন্তু রোদ্দুর গ্রেফতার হতেই তাঁর ‘নিঃশর্ত মুক্তির দাবি’তে সরব নেটিজেনদের একটা বড় অংশ। উঠেছে ফেসবুকীয় ঝড়, তাঁদের বক্তব্য বক্তব্যের ধরন ‘অশ্রাব্য’ হলেও কেকে-র কনসার্ট নিয়ে রোদ্দুর যা বলেছেন, তা যুক্তিসঙ্গত। এই মুহূর্তে রোদ্দুরের প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে বেশ কয়েকটি পোস্ট, যেগুলি এসেছে সহ-নাগরিকদের তরফে। লেখা হয়েছে, “রোদ্দুর রয় কী বলেছে জানি না। কিন্তু এটুকু জানি সেই বক্তব্যের জন্য কেউ খুন হয়নি, কোনও দাঙ্গা হয়নি, কারুর ঘরবাড়ি ভাঙচুর হয়নি। তাহলে গ্রেফতার কেন?”

গ্রেফতারি কেন? বিগত বেশ কিছু দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন ফিরহাদ হাকিম ও মদন মিত্রকে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। আঙুল তুলেছিলেন রাজ্য সরকারের ‘অব্যবস্থার’ দিকে। তাঁর নিশানায় ছিল মুখ্যমন্ত্রীর কবিতাও। রূপঙ্কর-কেকে তরজায় রীতিমতো গায়ককে রোদ্দুর বলেছিলেন, “তোমরা ভাল গাও তো ভাল গাও না, কে বারণ করেছে, আরেকটা শিল্পীকে এসব বলতে হবে! কোনও পেশাদারি রেসপেক্ট নেই।” রাজ্য সরকারের বিরুদ্ধেও বেশ কয়েকটি ফেসবুক পোস্টও করেন তিনি। লেখেন, “এবারে একটা খিস্তিবিতান হয়ে যাক..। আম্মো ট্রায়িং… খিস্তাঞ্জলি… জেলে বসেই নামিয়ে দেব”। কখনও ‘চটিপিসি’ আবার কখনও বা ‘নটি ভাইপো’– মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইত্যাদি নানা কুৎসিত ইঙ্গিতের কারণেই চিৎপুর থানায় তৃণমূলের মুখপাত্র ঋজু বসু দিন কয়েক আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গহলবার গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দুরকে। আগামিকাল অর্থাৎ বুধবার রোদ্দুরকে কলকাতায় আনা হবে।

 

রোদ্দুর আর বিতর্ক যদিও সমার্থক। এর আগেও রবীন্দ্রগানকে বিকৃত করে তিনি জড়িয়েছেন নানা আইনি সমস্যাতেও। সমাজের বিভিন্ন স্তরেও উঠেছে প্রতিবাদ। বিকৃত ভাবে ‘চাঁদ উঠেছিল গগনে’র রোদ্দুর-সংস্করণ ও এরপর রবীন্দ্রভারতী-কাণ্ড তো সকলেরই জানা। মুখে খিস্তির ফুলঝুরি, তিনি নির্বিকার। দাবি করেন, ‘মোক্ষ’ ভাবধারায় তিনি ভাবিত। মন্তব্য করেন সমাজের নানা সমস্যা নিয়ে। কখনও জোটে নিন্দা আবার কখনও বা পাশে থাকার অঙ্গীকার দেন নেটিজ়েনরা। ঠিক যেমন ঘটছে এবারেও। নেটপাড়া ভাগ দুইভাগে।

 

 

Next Article