বছরের পর-বছর দুর্গা পুজোয় গান রিলিজ়ের প্রথা চলে আসছে বাংলায়। রীতি মেনে এবছরও কথা রেখেছে আশা অডিয়ো। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মুক্তি পেল আশা অডিয়োর এবছরের পুজোর গান ‘বৃষ্টি’। শিলাদিত্য-সোমের তৈরি এই গানটি গেয়েছেন অন্বেষা। গানটি লঞ্চ করলেন বিখ্যাত সঙ্গীত নির্মাতা দেবজ্যোতি মিশ্র। আশা অডিয়োর কর্ণধার অপেক্ষা লাহিড়ীর উপস্থিতিতে মুক্তি পেল এই গানের সিডি।
গানের কথা লিখেছেন সোহম মজুমদার। সেই কথা সুর হয়ে প্রবাহিত হয়েছে অন্বেষার সুরেলা কণ্ঠ দিয়ে। এক সঙ্গীত প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন অন্বেষা। সেখান থেকেই শ্রোতার মনে দাগ কাটতে পেরেছিলেন তিনি। অনেকে মনে করেন, তাঁর কণ্ঠে জাদু আছে। সেই জাদুই ‘বৃষ্টি’ গানটিতে পেতে পারেন শ্রোতারা। আগেও শ্রোতারা শুনেছেন তাঁর গান। অন্যদিকে সোম চক্রবর্তী একজন মিউজ়িক অ্যারেঞ্জার। সাইন্ড ডিজ়াইন করতে তাঁর জুড়ি নেই।
সহ-নির্মাতা হিসেবে ‘বৃষ্টি’ই প্রথম কাজ শিলাদিত্য-সোমের। গানের মান বাড়িয়ে দিয়েছেন তাঁরা। এর আগে খাবার ও পানীয়র ব্যবসা করতেন দুই শিল্পী। বিগত দুই দশক ধরে গান নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন শিলাদিত্য। গান তৈরি করেছেন নিজের মতো করে।
আশা অডিয়োর কর্ণধার অপেক্ষা লাহিড়ী বলেছেন, “দুর্গা পুজো আসছে। তার আগেই এই গান নিয়ে হাজির হলাম আমরা। ‘বৃষ্টি’ মুক্তি পেল। এই গান ভালবাসার। অন্বেষার কণ্ঠে নতুন মানে পেয়েছে গানের কথা। দারুণ গেয়েছেন তিনি। সঙ্গীত পরিচালকদ্বয় হিসেবে শিলাদিত্য-সোমের এটা ডেবিউ। শিলাদিত্যর সঙ্গে অনেকদিন ধরে কাজ করছি আমরা। অনেক স্মরণীয় অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। সোম একজন সঙ্গীত শিল্পী। তিনি একজন দারুণ সাউন্ড ডিজ়াইনার। তাঁরা প্রত্যেকেই এখানে সঙ্গীত নির্মাণ করতে এসেছেন। ‘বৃষ্টি’ হল দারুণ উদাহরণ।”
শিলাদিত্য-সোম বলেছেন, “সঙ্গীত মানুষকে জুড়তে পারে। ‘বৃষ্টি’র মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আমরা বিশ্বাস করি, দুর্গা পুজোর সময় প্রেমের গান আলাদা মানে খুঁজে পায়। ‘বৃষ্টি’ও পাবে। এর আগে আমরা বহু কিংবদন্তির সঙ্গে কাজ করেছি। সাম্প্রতিককালে নতুনদের সঙ্গেও কাজ করছি। তরুণ শ্রোতা তৈরি করতে হবে আমাদেরই। আমাদের এই গানের সঙ্গে সুবিচার করেছেন অন্বেষা।”