Adipurush Controversy: ‘হনুমানজি’র পাশে বসে ‘আদিপুরুষ’ দেখার সুযোগ, ইচ্ছেপূরণে গুনতে হতে মোটা টাকা!
Gossip: ভগবানের জন্য নির্দিষ্ট আসনের পাশে বসে ছবি দেখার অভিজ্ঞতা এর আগে কারও হয়নি। এবার সেই সুযোগ করে দিচ্ছে আদিপুরুষ। তাই বলে অতিরিক্ত টাকা দিতে হবে?
মাত্র তিন দিনের অপেক্ষা, মুক্তি পেতে চলেছে বহু চর্চিত ছবি আদিপুরুষ। তার আগেই অনবদ্য এক উদ্যোগ নিতে দেখা যায় টিমকে। তাঁরা স্থির করেছিলেন, এবার প্রতিটা সিনেমাহলে একটি করে আসন সংরক্ষিত রাখা হবে হনুমনজির নামে। তাঁকে উৎসর্গ করেই এবার এমন সিদ্ধান্ত নেওয়া। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে তিনি জানিয়েছিলেন, যেখানে-যেখানে রামায়ণ উচ্চারণ হবে, সেখানে সেখানেই হনুমানজির বাস। এটা আমাদের বিশ্বাস। আর এই বিশ্বাসকে সম্মান দিয়ে আদিপুরুষ টিম গোটা সিদ্ধান্ত নিয়েছে এবার একটি করে আসন হনুমনজির নামে সংরক্ষিত করা হল। এই আসন বিক্রি করা হবে না। রামকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। আমাদের সকলেই আদিপুরুষ দেখা উচিত।
ভগবানের জন্য নির্দিষ্ট আসনের পাশে বসে ছবি দেখার অভিজ্ঞতা এর আগে কারও হয়নি। এবার সেই সুযোগ করে দিচ্ছে আদিপুরুষ। না, কোনও অলৌকিক বিষয় নয়, হনুমানজির নামে নির্দিষ্ট একটি আসন আদিপুরুষ দেখানো প্রতিটা প্রেক্ষাগৃহে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই আসনের পাশের আসনে বসে ছবি দেখতে গেলেই লাগবে নাকি মোটা টাকা? এমনই খবর গত ২৪ ঘম্টায় ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে তা ভাইরালও হয় নেটপাড়ায়। তবে এই খবর যে কেবলই গুজব, এবার তা জানিয়ে দেওয়া হল টিম আদিপুরুষের তরফ থেকে। কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না এই আসনের পাশে বসে ছবি দেখতে। সাফ জানানো হল সোশ্যাল মিডিয়ায়।
চলতি মাসে অর্থাৎ ১৬ জুন মুক্তি পাচ্ছে আদিপুরুষ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবি আদীপুরুষ-এর ট্রেলার। ছবির খবর সামনে আসার পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হতে হয়েছে প্রভাস তথা গোটা আদীপুরুষ টিমকে। কখনও ছবির পোস্টার, কখনও আবার ছবির লুক, বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে পরিচালক ওম রাউতকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজ়ার, যা দেখা মাত্রই চরম ট্রোলের শিকার হয় এই ছবি। তবে ট্রেলার মুক্তিতে পাল্টে গেল সেই সমীকরণ। খারাপ গ্রাফিক্সের জন্য যে ছবিকে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল সকলের কপালে, সেই ছবি ঘিরেই উত্তেজনার পারদ এবার তুঙ্গে। প্রচার পর্ব প্রায় ইতি, ইতিমধ্যেই খুলে গিয়েছে অগ্রীম বুকিং। ১০,০০০ টিকিট ইতিমধ্যেই কিনে ফেলেছেন রণবীর কাপুর (তিনি আবার বলিউডের হবু রাম)। দুস্থ শিশুদের এই ছবি দেখানোর জন্যই এমন সিদ্ধান্ত নেন তিনি।
There are misleading reports circulating in the media regarding #Adipurush ticket pricing. We want to clarify that there will be no differences in rates for seats next to the one reserved for Hanuman Ji! Don’t fall for false information!
Jai Shri Ram! ??
— T-Series (@TSeries) June 11, 2023