Aryan-Nora: আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কে নোরা ফতেহি? বিশ্বাসই হচ্ছে না নেটিজেনদের
Aryan-Nora: বছরের শুরুতে বলিপাড়ায় আবারও প্রেমের গুঞ্জন। বলিউডের ফিসফাস শাহরুখ-পুত্র আরিয়ান খান নাকি প্রেমে পড়েছেন। কার সঙ্গে?
বছরের শুরুতে বলিপাড়ায় আবারও প্রেমের গুঞ্জন। বলিউডের ফিসফাস শাহরুখ-পুত্র আরিয়ান খান নাকি প্রেমে পড়েছেন। কার সঙ্গে? বলিউডের ‘দিলবর গার্ল’ নোরা ফতেহির সঙ্গে। কেন এমন রটেছে? রেডিট ব্যবহারকারীরাই দুইয়ে দুইয়ে করেছেন চার। রেডিটে একজন ব্যবহারকারী লিখেছেন, “হঠাৎ করেই করণ জোহরের সঙ্গে নোরার ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছে। পার্টিতেও দেখা যাচ্ছে তাঁকে।” শোনা যাচ্ছে, এ বছর দুবাইয়ে নববর্ষের যে পার্টি দিয়েছিলেন আরিয়ান খান, সেখানেও হাজির ছিলেন নোরা ফতেহি। একসঙ্গে নাকি ডিনারেও গিয়েছেন তাঁরা। দুজনের হঠাৎ এই ঘনিষ্ঠতা নিয়েই উঠেছে নানাবিধ প্রশ্ন। ২০২১ সাল আরিয়ান খানের জন্য ছিল এক অভিশপ্ত সময়। মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও অতীত পেরিয়ে তিনি আবারও ফিরেছেন মূল স্রোতে। মাদকমামলাতেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি পছন্দ তাঁর। কাজ করতে চলেছেন নেটফ্লিক্সের সিরিজেও। অন্যদিকে নোরা ভারতীয় নন, মরক্কোর মানুষ। কিন্তু ভারতে এসে নিজের জায়গা করে নিয়েছেন নোরা ফতেহি।
শিখেছেন হিন্দি ভাষাও।তাঁর নাচের জাদুতে বুঁদ সকলেই। সিনেমায় অভিনয়ের থেকেও তাঁকে বেশি দেখা গিয়েছেন আইটেম নাচেই। এ ছাড়াও বেশ কিছু নাচের রিয়ালিটি শো’তে বিচারকের ভূমিকাতেও দেখা গিয়েছে নোরাকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল থ্যাঙ্ক গড ছবিতে। আগামীতে জন আব্রাহাম ও রীতেশ দেশমুখের সঙ্গে তাঁকে দেখা যাবে হান্ড্রেড পারসেন্ট ছবিতে। হাতে রয়েছে বেশ কিছু ছবিও। কিন্তু তাই বলে শাহরুখের ছেলের সঙ্গে প্রেম? নেটিজেনদের যেন বিশ্বাসই হচ্ছে না।
আরিয়ান খানের এই মুহূর্তে বয়স ২৫ বছর। অন্যদিকে নোরার বয়স ৩০ বছর। এর আগে নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে ছিলেন নোরা। যদিও তিক্ততার মধ্যে শেষ হয় তাঁদের সম্পর্ক। নতুন বছরে সত্যিই কি তবে খান পরিবারের বসন্ত এল? উত্তর দেবে সময়।