বর্তমানে বি-টাউনে সর্বাধিক চর্চিত সেলেব হলেন নোরা ফাতেহি। বলিউডের আইটেম ডান্স থেকে শুরু করে কাতার বিশ্বকাপে থিম সং তাঁর ঝুলিতে। যার ফলে প্রত্যেক দিনই তাঁকে নিয়ে কোনও না কোনও খবর শিরোনামে জায়গা করে নিচ্ছে। একটা সময় এই সেলেব বলিউডে নিজের জায়গা পাকা করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ব্যক্তিগত জীবন নিয়েই নোরা খুব একটা মন্তব্য করতে পছন্দ করেন না।। ফলে তার জীবনের সম্পর্কই হোক আর পরিবার, ভক্তদের কাছে খুব একটা খবর রাতারাতি পৌঁছে যায় না কোনও মাধ্যম থেকেই। তবে একবার মনের কথা চেপে রাখতে পারেননি নোরা। বলে ছিলেন প্রেমের গোপন রহস্যের কথা।
ভিকি কৌশলের বিপরীতে ‘বডা পাচতাওগে’ অ্যালবাম যখন মুক্তি পেয়েছিল তখনই নোরা জানিয়েছিলেন, এই গান যেন তার নিজের। এই গানের মধ্যে দিয়ে তিনি নিজের গল্পকে খুঁজে পান। এই গানের প্রতিটা কথার সঙ্গে তিনি নিজের জীবনের অনেক মিল খুঁজে পান। ব্যাস এইটুকুই। এতে স্পষ্ট হয়ে গিয়েছিল নোরা ফাতেহি প্রেমে আঘাত পেয়েছিলেন। যে যন্ত্রণা মাঝে মধ্যেই তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যদিও থেমে থাকতে নারাজ তিনি। একের পর এক ভাল কাজ বলিউডে তিনি উপহার দিয়ে চলেছেন।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল থ্যাঙ্ক গড ছবিতে। আগামীতে জন আব্রাহাম ও রীতেশ দেশমুখের সঙ্গে তাঁকে দেখা যাবে হান্ড্রেড পারসেন্ট ছবিতে। নোরা এখন রিয়ালিটি শো হোক বা লাইফ কনসার্ট দর্শকের মাঝে নিজের জায়গা কীভাবে পাকা করে নিতে হয়, তা ভালই জেনে গিয়েছেন। যার ফলে সকলের ভালোবাসায় এই সেলেব এখন বি-টাউনের এখন হট ডিভা। ভাল ছবির কাজের জন্য যদিও এখনও মুখিয়ে আছেন।