Viral Nora Fatehi: ‘স্কুলের মঞ্চ থেকে সফর শুরু’…, ফিফা ফাইনালে ধামাকার পর-ই আবেগঘন নোরা
Viral Post: গত দেড় মাস ধরে বি-টাউনস্টার নোরা ফাতেহি বেশ চর্চায়, কারণ ফুটবল বিশ্বকাপ। বলিউডে একের পর এক ভাল কাজ উপহার দিয়ে চলেছেন তিনি।
গত দেড় মাস ধরে বি-টাউনস্টার নোরা ফাতেহি বেশ চর্চায়, কারণ ফুটবল বিশ্বকাপ। বলিউডে একের পর এক ভাল কাজ উপহার দিয়ে চলেছেন তিনি। নোরার কথায় ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল প্রথম সারির অভিনেত্রী হওয়ার, সে ইচ্ছেপূরণ না হলেও নোরা বর্তমানে বিটাউন খ্যাত সেরার সেরা ডান্সারদের মধ্যে অন্যতম। তাঁর একটি আইটেম ডান্স ছবির এক বাড়তি মাইলেজ হয়ে ওঠে বর্তমানে। ফলে সাম্প্রতিককালে একাধিক ছবিতে উল্লেখযোগ্য কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে। আবার অন্যদিকে রিয়ালিটি শো-তেও দিন দিন বাড়ছে তাঁর কদর। বিচারকের আসনে মাঝেমধ্যেই দেখা মিলছে নোরা ফাতেহির। তবে এটা ছিল সবেমাত্র শুরু।
কেই বা জানত ফুটবল বিশ্বকাপের মাঝে ময়দানে গিয়ে ভারতকে গর্বিত করবেন এই সেলেব! কাতারে বিশ্বকাপ ২০২২-র সন্ধ্যা তাই জমিয়ে দিলেন নোরা। চলতি বছরের ফুটবল ওয়ার্ল্ডকাপ থিম সং। গান মুক্তি পাওয়া মাত্রই সকলের নজর কেড়েছিলেন নোরা ফাতেহি। কেবল দেশ নয়, গোটা বিশ্বের নজরের কেন্দ্রে সেদিন থেকেই নোরা। এরপর শুরু হয় বিশ্বকাপ সফর। স্টেডিয়ামে দাঁড়িয়ে প্রথম নিজের গান শোনা থেকে শুরু করে ফিফা ফ্যান ক্লাবের হয়ে পারফর্ম করা সবটাই, ছিল তাঁর স্বপ্নের মতো।
View this post on Instagram
ফিফার ফাইনালের সেই সন্ধ্যায় তাঁর দুর্দান্ত পারফর্ম সকলকে তাক লাগিয়ে দেয়। এদিন নিজেই আবেগঘন হয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হন তিনি। জানেন স্কুলের স্টেজ থেকে শুরু করে বিশ্বকাপের মঞ্চ, তিনি এই সফরের লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন- ‘আর তা সত্য হল। ফিফা বিশ্বকাপের সমাপ্তী অনুষ্ঠান। লাইট দ্য স্কাই… ফিফা আমার কেরিয়ারে সবথেকে সুন্দর মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে, আমি সারা জীবন পরিশ্রম করেছি এমন একটি মুহূর্তের জন্যই। আমার উচ্চবিদ্যালয়ের স্টেজ থেকে এখানে, বিশ্বকাপ স্টেডিয়াম স্টেজ। অবিশ্বাস্য…।’ সঙ্গে তিনি তাঁর সম্পূর্ণ টিমকেও ধন্যবাদ জানান।