Nora Fatehi: ‘কেবল কাজের সুযোগের জন্যই…’, বলিউড প্রেমকে কটাক্ষ নোরার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 31, 2023 | 7:03 PM

Gossip: বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করে দিলেন নোরা। তাঁর কথায়, তাঁর PR টিম তাঁকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন।

Nora Fatehi: কেবল কাজের সুযোগের জন্যই..., বলিউড প্রেমকে কটাক্ষ নোরার

Follow Us

নোরা ফাতেহি, বরাবরই তিনি নিজের স্ট্রাগেল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হল না। অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন তিনি। বলিউডে তিনি প্রথম ব্রেকপেয়েছেন তাঁর বেলিডান্সের জন্যই। নোরা ফাতেহিকে অনেকেই দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ। তাতে কেরিয়ারে কোনওদিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথআও বলেছিলেন। কিন্তু নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তাঁর কাছে ছোট নয়। তিনি নিজের ১০০ শতাংশ উজার করে দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি।

তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করে দিলেন নোরা। তাঁর কথায়, তাঁর PR টিম তাঁকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভাল কাজের প্রস্তাব পাওয়া যায়। নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে বেজায় যন্ত্রশীল। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি ঝড়ের গতিতে ভাইরাল। এদিন নোরার মন্তব্যে সাফ ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই ফেক বলতে চাইছেন।

এগুলো সবই প্রচারের অস্ত্র। প্রচারের আলোতে আসতে এক বিগ স্টারের সঙ্গে ডেট করাটা এক কথায় যেন বলিউডে পরিচিতি পাওয়ার, কাজ পাওয়ার এক অন্যতম স্কিম। যা নিয়ে রীতিমত PR টিম রাত দিন কাজ করে থাকে। যদিও এই বিষয় বিন্দু মাত্র নজর দিতে রাজি নন নোরা ফাতেহি। কারণ তিনি নিজের ট্যালেন্টের ওপর ভর করেই থাকতে ভালবাসেন। তিনি কোনও দিন কোনও সম্পর্কে যেতে চাননি, যেখানে তাঁকে কাজের জন্য কেবল ফেক সম্পর্কের অভিনয় করে যেতে হয়।

Next Article