Jawan: ‘জওয়ান’-এ নয়নতারা নন, প্রথম পছন্দ ছিলেন এই নায়িকাই! মা হওয়ার ইচ্ছেতেই সরে আসেন?
Jawan: 'জওয়ান' নিয়ে এই মুহূর্তে যে কোনও বিশেষণই যেন কম পড়ে যাচ্ছে। বক্সঅফিসের আয় দেখে চমকে যেতে পারেন খোদ নির্মাতারাও। এরই মধ্যে শাহরুখ খান ও নয়নতারার অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও কিন্তু হচ্ছে জোর চর্চা।
‘জওয়ান’ নিয়ে এই মুহূর্তে যে কোনও বিশেষণই যেন কম পড়ে যাচ্ছে। বক্সঅফিসের আয় দেখে চমকে যেতে পারেন খোদ নির্মাতারাও। এরই মধ্যে শাহরুখ খান ও নয়নতারার অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও কিন্তু হচ্ছে জোর চর্চা। এটিই নয়নতারার প্রথম হিন্দি ছবি। আর প্রথম ছবিতেই মারকাটারি অভিনয়ে তিনি জাত চিনিয়েছেন নিজের। তবে জানেন কি পরিচালক অ্যাটলি কুমারের প্রথম পছন্দ মোটেও ছিলেন না নয়নতারা! বদলে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল এক হেভিওয়েট দক্ষিণী অভিনেত্রীর কাছে। তবে সে সময় চলছিল তাঁর এক সিরিজের শুটিং।
শোনা যায়, ওই সিরিজ শেষ করে নাকি নতুন প্রজেক্টেও হাত দিতে চাননি সেই নায়িকা। কারণ, তাঁর বড় সাধ ছিল মা হবেন। সেই মতোই নাকি প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস এমনই মা হওয়া দূর কি বাত, নায়িকার সাধের বিয়েটিও ভেঙে যায় পরবর্তীতে । মাঝখান থেকে হাতছাড়া হয় ইতিহাস সৃষ্টিকারী এই ছবিটিও। কোন নায়িকার কথা বলা হচ্ছে, তা কি আন্দাজ করতে পারেন? তিনি আর কেউ নন– সামান্থা রুথ প্রভু।
বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য জানাচ্ছে, অ্যাটলি বেছে নিয়েছিলেন তাঁকেই। তিনি তখন সুপারহিট সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর শুট করছিলেন। অ্যাটলি অপেক্ষা করতেও নাকি রাজি ছিলেন। কিন্তু সামান্থার বড় শখ ছিল তিনি সংসার বাড়াবেন। কিন্তু চে অর্থাৎ নাগা চৈতন্যের সঙ্গে পরবর্তীতে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। এর আগে অ্যাটলির সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন সামান্থা। ওই দুটি ছবিই কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল ব্যাপক। আপনার কী মনে হয়, নয়নতারার থেকেও কি ‘জওয়ান’-এ বেশি মানানসই হতেন সামান্থা?