লাইমলাইট থেকে নিজেকে সরিয়েই রাখতে চান তিনি। চান না কোনও প্রচার। এমনকি সাক্ষাৎকার দিতেও বেজায় অস্বস্তি তাঁর। অথচ তাঁকে ঘিরে ভক্তরা পাগল। তিনি অরিজিৎ সিং। সাদামাঠা মানুষটার ব্যক্তিগত জীবন ঘিরেও আগ্রহ কম নয়। তাঁকে নিয়ে রটনাও প্রচুর। তার মধ্যে অধিকাংশই মিথ্যে। এই যেমন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউবে, অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রীর নাম খুঁজলেই প্রথমেই লেখা থাকে রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের নাম। দু’জনেই একই সময়ে কেরিয়ার শুরু করেছিলেন। দু’জনেরই শুরু রিয়ালিটি শো থেকেই। তাই সর্বত্র রটনা রূপকথার সঙ্গেই বোধহয় প্রথম গাঁটছড়া বেঁধেছিলেন অরিজিৎ।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে যদিও এই যাবতীয় রটনার মোক্ষম জবাব দিয়েছিলেন রূপরেখা। জানিয়েছিলেন এতদিন তাঁকে ও অরিজিৎকে নিয়ে যা যা রটেছে তা একেবারেই মিথ্যে। তাঁদের মধ্যে কোনওদিন কোনও বৈবাহিক সম্পর্ক আদপে ছিল না। রূপরেখা বলেছিলেন, “দীর্ঘদিন ধরেই দেখছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে। প্রথমে গুরুত্ব দিইনি। কারণ সেলেবদের সঙ্গে বিষয়টি ঘটেই থাকে। কিন্তু, তা দিন প্রতিদিন বেড়েই চলেছে। অরিজিৎ এই মুহূর্তে দেশের অন্যতম সেরা গায়ক। আমিও ওঁর গানের ফ্যান। অরিজিৎ প্রথমে কাকে বিয়ে করেছিল তা জানার প্রয়োজনীয়তা আমার নেই। কারণ তা একেবারে তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু, আমি ওঁর প্রথম পক্ষের স্ত্রী নই। আমি কলকাতায় বিয়ে করেছি ২০১০ সালে।” এক মেয়েও রয়েছে রূপরেখার। স্বামী ও মেয়েকে নিয়ে তাঁর সুখের সংসার।
অন্যদিকে অরিজিৎও খুশি তাঁর সাংসারিক জীবন নিয়ে। স্ত্রী কোয়েল সিং ও সন্তানকে নিয়ে ভাল আছেন তিনি। যদিও স্ত্রী-পুত্রকে লাইমলাইটের বাইরেই রাখতে চান তিনি। ছেলেকে ভর্তিও করেছেন সাধারণ স্কুলে। অরিজিৎ আগে একবার বিয়ে করেছিলেন এ কথা সত্যি। যদিও তাঁর প্রথম স্ত্রী ইন্ডাস্ট্রির অংশ ছিলেন না। দুজনেরই পরিচয় জিয়াগঞ্জেই, অনেক ছোটবেলায়। তখন যদিও অরিজিৎ ‘অরিজিৎ’ হননি। যদিও সে সব এখন অতীত। দুজনেরই ব্যক্তিগত জীবন এগিয়ে গিয়েছে নিজস্ব গতিতে।
প্রসঙ্গত, আর কিছুদিন পরেই কলকাতায় অরিজিতের কনসার্ট হওয়ার কথা। এর আগে কনসার্টের জায়গা ঠিক হয়েছিল ইকো পার্কে। কিন্তু তা বাতিল করা হয়। তবে আয়োজকদের তরফে জানানো হয়, কনসার্ট হবে নির্ধারিত দিনেই। অবশেষে প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের নতুন স্থান। জানা গিয়েছে। কলকাতার অ্যাকোয়াটিকায় অরিজিতের কনসার্টের আয়োজন করা হচ্ছে। ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই অ্যাকোয়াটিকার খোলা মঞ্চে অরিজিতের শোয়ের আয়োজন করা হচ্ছে বলে সূত্রের খবর। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অরিজিতের কনসার্ট শুরু হবে।