নুসরত ফারিয়া– বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে শুধু বাংলাদেশেই নয়, এ রাজ্যেও তিনি পরিচিত নাম। সম্প্রতি অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সঙ্গে। এ বার সেই নুসরতকেই চরম কটাক্ষ। তাঁর স্তনের আকার নিয়ে করা হল একের পর এক নোংরা মন্তব্য। যা কার্যতই লেখার অযোগ্য। তুরস্ক থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরত। পরছিলেন অফ শোল্ডার ক্রপ টপ। খোলা চুল আর হালকা মেকআপে শেয়ার করেছিলেন ছবি। আর সেই ছবি দিতেই তাঁর উপর রেগে যায় নেটিজেনদের একটা বড় অংশ। কেন তিনি খোলামেলা পোশাক পরে ছবি দিয়েছেন, তা নিয়ে যেমন চলে বিস্তর কাটাছেঁড়া, একই সঙ্গে তাঁর স্তনের আকৃতি ছোট, এই মন্তব্য করেন বেশ কিছু ব্যক্তি। শুধু তাই নয়, রীতিমতো তাঁকে নিয়ে চলে মিমও। যদিও অভিনেত্রী এই নিয়ে মুখ খোলেননি।
প্রসঙ্গত, নুসরত বরাবরই বোল্ড। এর আগেও খোলামেলা পোশাক পরার জন্য ট্রোল্ড হতে হয়েছে তাঁকে। কমেন্ট এসেছে, “এটি বাংলাদেশ, ভারত নয়, এ সব পোশাক চলবে না।” নুসরত কিন্তু থেমে যাননি। যা ভাল বুঝেছেন, করে গিয়েছেন তাই। সম্প্রতি নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে এক আইটেম সংয়েও নাচতে দেখা গিয়েছেন নুসরতকে। গানটিতে নুসরতের লুক দেখে, অনেকেই তাঁকে তুলনা করেছেন সামান্থা রুথ প্রভুর সঙ্গেও। এখানেই শেষ নয়, ‘বিবাহ অভিযান ২’-এও দেখা গিয়েছে তাঁকে। ছবিটি যদিও বক্স অফিসে খুব একটা দাগ কাটতে পারেনি।