Virat-Anushka: বিরাটকে কটাক্ষ অনুষ্কার, ভারতের বিশ্বকাপ হারের পরই ভাইরাল হল ভিডিয়ো
Anushka Viral Video: যখন মাঠে ময়দানে তাঁরা ইতিহাস গড়েন, তখন তাঁদের জয় ভাগ করে নেওয়ার জন্য সকলেই একবাক্যে রাজি থাকেন। কিন্তু সেই টিমের যখন খারাপ সময় আসে, শত চেষ্টাতেও যখন জয়ের মুখ দেখতে পারেন না তাঁরা, তখন একশ্রেণি অতীত ভুলে সকল প্রশংসা ভুলে তাঁদেরকে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হয় না।

রবিবারের সন্ধ্যে থেকে গোটা ভারতের চোখে মুখে পড়েছিল চিন্তার ভাঁজ। যে টিম গোটা সিজ়ন একের পর এক ইতিহাস গড়ল, যে টিম ১০টা ম্যাচেই জিত হাসিল করল, তাঁদের এভাবে লড়াতে দেখেও যেন খারাপ লাগছিল দর্শকদের। কেউ বলছেন, তাঁরা তাঁদের সেরাটা দিয়েছেন, কেউ আবার বলছেন বাজে খেলেছে এদিন ভারত। সত্যি কথা বলতে এটাই নিয়ম, যা কারও অচেনা অজানা নয়। যখন মাঠে ময়দানে তাঁরা ইতিহাস গড়েন, তখন তাঁদের জয় ভাগ করে নেওয়ার জন্য সকলেই একবাক্যে রাজি থাকেন। কিন্তু সেই টিমের যখন খারাপ সময় আসে, শত চেষ্টাতেও যখন জয়ের মুখ দেখতে পারেন না তাঁরা, তখন একশ্রেণি অতীত ভুলে সকল প্রশংসা ভুলে তাঁদেরকে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হয় না।
পুরোনো ভিডিয়ো, পুরোন ছবি সাক্ষাৎকার পলকে ট্রেন্ড হতে শুরু করে। এবারও তার ব্যতিক্রম হল না। অনুষ্কা-বিরাট ও মাঠের সমীকরণ বহুদিন ধরেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। কখনও বিরাট ম্যাচ হারলে অনুষ্কাকে পেতে হয়েছে অপয়া তকমা, কখনও আবার বিরাট জিতলে তাঁদের উড়ন্ত চুম্বন তৈরি করেছে প্রেম কাহিনি। এভাবেই পলকে পাল্টাতে থাকা ভক্তদের উদ্যোগে এবার ভাইরাল হল সম্প্রতি অনুষ্কার করা এক ভিডিয়ো।
যেখানে ট্রোল্ড করতে ব্যস্ত ছিলেন বিরাট পত্নী। যেখানে বিরাটের ৫০ তম শতরানে তাঁদের চুম্বনের ছবি ভাইরাল, সকলেই জুটির প্রশংসা করতে হয়ে পড়েছিলেন মরিয়া, তাঁরাই আবার কোথাও গিয়ে এবার অনুষ্কার সেই ট্রোল্ড ভিডিয়োতে মজলেন। কয়েকদিন আগেই এক স্ট্যান্ডআপ কমেডি মঞ্চে অনুষ্কা নিজেই বিরাটকে ট্রোল্ড করেন।
View this post on Instagram
পাশে বসে থাকা বিরাটকে নিয়ে তাঁর মন্তব্য, ”অনেক সময় যে বোলার উইকেট নিলেন, তার থেকে বিরাটের উত্তেজনা বেশি দেখা যায়”। বলে তিনি বিরাটের মতো লাফিয়ে পোজ় দিয়ে সকলের মন জয় করেছিলেন। রবিবার ম্যাচের চূড়ান্ত ফলাফল দেখে এবার অনুষ্কার সেই ভিডিয়ো নেটদুনিয়ায় আরও একবার ফিরল।





