প্রীতম দে
যাঁরা ভাবছেন ঠাকুর কেনার টাকাও নেই এবার । পুজো বন্ধ করে দিতে হবে। চিন্তা নেই। ১ টাকা কিংবা১০১ টাকা( তার বেশি দিতে গেলে হিতে বিপরীত হতে পারে) দিয়ে একটা ১০ ফুটের দুর্গা পেয়ে যাবেন ।
ঢপ নয়। সত্যি। যোগাযোগ করুন চোরবাগান পুজো কমিটির সঙ্গে । জলদি স্টক সীমিত। ১০ টি।
চোরবাগান সর্বজনীনের কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী এবং শিল্পী বিমল সামন্ত ঠিক করলেন এই পরিস্থিতিতে অন্য কোনও থিম নয় । অথৈ জলে পড়া পুজো কমিটির পাশে দাঁড়ানো এটাই হোক পুজোর থিম। এমনিতে একটা হাওয়া আছে যে পুজো মানে একে অন্যের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। কার থিম ভালো, কে কটা প্রাইজ পেল তা নিয়ে চাপানউতোর। কিন্তু সত্যি কি তাই ? বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ায় এক বারোয়ারি পাশে দাঁড়ায় অন্য বারোয়ারির।
সব প্রতিমাই সমান গুরুত্ব পাবে তো? শিল্পী কিছুটা কি রেগে গেলেন এই প্রশ্নে? ” এটা চোরবাগান এবং আমার মান সম্মানের প্রশ্নও বটে। সুতরাং দেখতেই পাবেন খুব একটা খারাপ হবেনা। ” পুজো কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জি জানালেন, ” আমরা তো বিক্রির জন্য নয়, পাশে থাকার জন্য করছি। তাও যেটুকু তহবিল হবে পুজোর দুঃস্থ শিল্পীদের দেওয়া হবে। আমরা দশটা ঠাকুর নিয়েই আমাদের পুজোটা ভাবছি। আলাদা করে নয়। সবটাই নিজেদের পুজোর বাজেট থেকে। ”
সুতরাং আর দেরি নয়।লাখ টাকার দুর্গা ১০১ টাকায় পেতে স্টক শেষ হওয়ার আগেই যোগাযোগ করুন।
আরও দেখুন: অজয় চক্রবর্তীর ‘দুর্গা পুজো’ আগস্টেই , তৈরি হচ্ছে কুমারটুলিতে