Aishwarya Rai Bachchan: হৃত্বিকের ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল ঐশ্বর্যর; তারপরই নরক হয়েছিল বচ্চন বধূর জীবন

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 23, 2023 | 4:08 PM

Aishwarya Rai Bachchan: 'ধুম টু' ছবিতে হৃত্বিক রোশনকে লিপলক (ঠোঁটে ঠোঁট রেখে দৃশ্য) করতে হয়েছিল ঐশ্বর্যকে। এবং সেই জন্যই আইনি চিঠি পেয়েছিলেন অভিনেত্রী। সেই আইনি চিঠি এসেছিল ঐশ্বর্যর অনুরাগীর থেকেই। তাতে লেখা ছিল, "আপনার জীবনধারা দেখে অন্য মেয়েরা অনেককিছু শেখে। ফলে এই ধরনের দৃশ্যে অভিনয় করলে, তাঁরা আপনার থেকে কী শিখবে?"

Aishwarya Rai Bachchan: হৃত্বিকের ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল ঐশ্বর্যর; তারপরই নরক হয়েছিল বচ্চন বধূর জীবন
হৃত্বিক-ঐশ্বর্য।

Follow Us

অনেকখানি ওজন কমিয়ে ‘ধুম টু’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। একদিকে তাঁর পরিশ্রম যেমন সমাদৃত হয়েছিল, অন্যদিকে সমস্যাতেও পড়তে হয়েছিল বচ্চন বধূকে। এবং তাঁকে সমস্যায় ফেলেছিল একটি চুম্বন দৃশ্য। ‘ধুম টু’ ছবিতে হৃত্বিক রোশনকে লিপলক (ঠোঁটে ঠোঁট রেখে দৃশ্য) করতে হয়েছিল ঐশ্বর্যকে। এবং সেই জন্যই আইনি চিঠি পেয়েছিলেন অভিনেত্রী।

সেই আইনি চিঠি এসেছিল ঐশ্বর্যর অনুরাগীর থেকেই। তাতে লেখা ছিল, “আপনি একজন কিংবদন্তি। অন্যান্য মেয়েদের কাছে আপনি একজন নিদর্শন। আপনার জীবনধারা দেখে তাঁরা অনেককিছু শেখে। ফলে এই ধরনের দৃশ্যে অভিনয় করলে, তাঁরা আপনার থেকে কী শিখবে?”

এরপর থেকেই নাকি পর্দায় কোনও ধরনের অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করাতে রাজি করানো যায়নি ঐশ্বর্যকে। ‘ধুম টু’ ছবিতে অভিনয়ের পর থেকে চুম্বনের দৃশ্যেও দেখা যায়নি তাঁকে। যদিও আইনি চিঠি পাওয়ার পর ঐশ্বর্য বলেছিলেন, “অভিনেতাকে অভিনয় করতে হয়। এই চুম্বন ছিল অভিনয়ের অংশ। তা ছাড়া, সকলের সামনে অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করা ভারতীয় সভ্যতার অংশ নয়।”

অমিতাভ-পুত্র অভিষেককে বিয়ের পর থেকে খুব বাছাই করে কাজ করছেন ঐশ্বর্য। সেই সঙ্গে মাতৃত্বের সকল দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর কন্যা আরাধ্যা এখন অনেকটাই বড় হয়েছে। তাঁর সামনেও নিজেকে উপস্থাপন করার ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল প্রাক্তন বিশ্ব সুন্দরী।

Next Article