অপেক্ষার শেষ, এবার ‘আরআরআর’-এর গান নাট্টু নাট্টু’র মুকুটে নয়া পালক। অস্কার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল এই গান। টানা এক বছর ধরে একের পর এক পুরস্কার নিজের দখলে রেখেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির এই গান। বিদেশের মাটিতে বারে বারে প্রশংসিতও হয়েছে। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের মঞ্চ। ইতিহাস গড়ল ছবির গান ‘নাট্টু নাট্টু’। গোল্ডেন গ্লোব জেতার পরই মিলেছিল খবর। অস্কার ২০২৩-এর মনোনয়ন পেয়ে আরও একবার খবরের শিরোনামে নাম লিখিয়েছিল রাম চরণ ও জুনিয়ার এনটিআর অভিনীত এই গান। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি। ওই একই বিভাগে প্রতিযোগিতায় ছিল, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গান।
উচ্ছ্বসিত গোটা ‘আরআরআর’ টিম। তেলুগু গান হিসেবে নাট্টু নাট্টুর কাছে এ এক বিরাট প্রাপ্তি। ‘আরআরআর’ ছবির তরফে খবরটি ইতিমধ্যেই সামনে আনা হয়েছে। রবিবার রাত থেকেই শ্বাসরোধ ছিল গোটা ভারতবাসীর। মোট তিন মনোনয়ন, সোমবার ভোর হতেই শুরু হয়ে যায় কাউন্টডাউন। মনোনয়ন পাওয়ার খবর শেয়ার করে আরআরআর-এর পক্ষ থেকে জানান হয়েছিল, “‘নাট্টু নাট্টু’ শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবর শেয়ার করে আমরা গর্বিত।” খবরে উচ্ছ্বসিত হয়েছিল গোটা দেশ। আবারও কি তবে দেশে আসবে অস্কার? আশায় বুক বেঁধেছিলেন সকলেই। সেই স্বপ্ন এবার পূরণ হল দক্ষিণী ছবির হাত ধরে।
এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান বর্তমানে গোটা বিশ্বে চর্চায়। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এই খবর। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের দিকে তাকিয়ে ছিল গোটা টিম। গত বছর মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। সে সময় বলিউডে খরা চলছে। একের পর এক ছবি ফ্লপ। প্রায় সাড়ে চারশ কোটি টাকা দিয়ে বানানো এই ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় তো প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের।
Such a proud moment for India ?? #RRR and #ElephantWhisperers win #Oscars pic.twitter.com/yjcqqYIPCT
— Sakshi Joshi (@sakshijoshii) March 13, 2023
ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও অজয় দেবগণকে। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের লড়াইয়ের উপর তৈরি হয়েছে সিনেমার কাহিনি। ভারতীয়দের উপর ব্রিটিশ অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাহিনি ধরা দিয়েছিল ছবিতে। আপাতত দেশের কাছে এ এক উচ্ছ্বাসের সময়। দক্ষিণী ছবির জয়জয়কারে গর্বিত ভারত, বিশ্বের দরবারে আরও এবার সম্মানীত ভারতীয় ছবি।