Oscar Controversy: বিতর্ক পিছু ছাড়ল না এবারের অস্কারকেও, তেলুগু RRR-কে ‘বলিউডি ছবি’র তকমা

Viral Post: নেটপাড়ায় শোরগোল বর্তমান। একের পর এক পোস্টে প্রতিবাদ নজরে আসে। 'আরআরআর'-কে তো প্রচারের সময় রাজামৌলী ভারতীয় ছবি বলেই উল্লেখ করতেন, তাহলে...

Oscar Controversy: বিতর্ক পিছু ছাড়ল না এবারের অস্কারকেও, তেলুগু RRR-কে 'বলিউডি ছবি'র তকমা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 1:27 PM

গোটা দেশকে গর্বিত করলেন পরিচালক রাজামৌলী ও তাঁর টিম। আরআরআর-এর মুকুতে অস্কারের পালক। ‘নাটু নাটু’র নাম ঘোষনার পরই সকলেই উঠে দাঁড়িয়ে সম্মান জানান যেখানে, সেই একই অস্কারে এ কী ঘটল? অস্কারের সঙ্গে বিতর্ক যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রতি বছর কিছু না কিছু বিতর্ক জায়গা করে নেয় খবরের শিরোনামে। ৯৫ তম বর্ষে এসেও তার ব্যতিক্রম ঘটল না। আরআরআর-কে ঘিরে অতীতের ভুল আবারও ফিরে এল অস্কারে। ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ, অন্যদিকে আলিয়া ভাটও ছিলেন ছবিতে। যদিও ছবির মূল দক্ষিণ সিনেদুনিয়া, তেলুগু। ছবির প্রচারে যখন বিদেশের মাটিতে রাজামৌলী, তখন একাধিকবার তাঁর কানেও এসেছিল- আরআরআর বলিউড ছবি। প্রথম এক-দুবার মুখ না খুললেও পরবর্তীতে তা নিয়ে সরব হয়েছিলেন পরিচালক।

এবার অস্কার জিতেও ঘুচল না সেই তকমা। অস্কার সঞ্চালক জিমি কিমেল আরআরআর-কে বলে বসলেন বলিউডের ছবি। আর তারপরই নেটপাড়ায় শোরগোল বর্তমান। একের পর এক পোস্টে প্রতিবাদ নজরে আসে। আরআরআর-কে তো প্রচারের সময় রাজামৌলী ভারতীয় ছবি বলেই উল্লেখ করতেন, দক্ষিণের নাম নিয়ে তো প্রচার করেননি কোনওদিন। তবে কেন বারে বারে বলিউডের ট্যাগ লাগছে এই ছবির গায়ে? প্রশ্ন নেটিজ়েনদের।

আরআরআর প্রচারের সময় আমেরিকায় এক বিশেষ সাংবাদিক সম্মেলন হাজির হয়েছিলেন পরিচালক রাজামৌলী। সেখানেই তাঁকে এক সাংবাদিকক প্রশ্ন করতে গিয়ে করে বসেন ভুল মন্তব্য। আরআরআর ছবিকে বলে ফেলেন বলিউডের ছবি। প্রশ্ন থামিয়েই মন্তব্য করেছিলেন পরিচালক, স্পষ্ট করে বুঝিয়ে দেন, ‘আরআরআর’ বলিউড ছবি নয়, এটা দক্ষিণের ছবি। মুহূর্তে তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই প্রথম কোনও দক্ষিণী ছবি এই পর্যায় প্রশংসীত হয়েছে।

‘নাটু নাটু’ গোল্ডেন গ্লোব জেতার পর তা নিয়ে চর্চাও কম হয়নি, অস্কার জেতার পরও তা অব্যাহত। যেখানে এই গানের জয়কে সকলে দাঁড়িয়ে প্রশংসা করেন, সেখানেই আবারও কিন্তু থেকে গেল? আক্ষেপ ছবির ভক্তদের। যদিও জয়ের সেলিব্রেশন বর্তমান সর্বত্র। দেশজুড়ে উৎসবের মরশুম। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীও এদিন শুভেচ্ছা জানান টিমকে।