AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘোষিত হল অস্কার ২০২২-এর সম্প্রচারের দিন, থাকছে রকমারি চমক

সাধারণত ফেব্রুয়ারির ২৭ তারিখ অনুষ্ঠিত হয় সিনেমা জগতের সর্বশ্রেষ্ঠ ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে রয়েছে কিছু আন্তর্জাতিক ইভেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য ২০২২-এর অলিম্পিক্স এবং সুপারবোল।

ঘোষিত হল অস্কার ২০২২-এর সম্প্রচারের দিন, থাকছে রকমারি চমক
অস্কার
| Updated on: May 28, 2021 | 12:16 PM
Share

অস্কার ২০২১-এর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল আগামী বছরের অ্যাকাদেমি পুরস্কারের প্ল্যানিং। ফিল্ম অ্যাকাদেমি সূত্রে জানা যাচ্ছে প্যান্ডেমিকের কথা মাথায় রেখে আগামী বছরেও অস্কারের সময়সীমা পিছোনো হচ্ছে কিছুটা। অস্কার ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে ওই বছরের মার্চ মাসের ২৭ তারিখ। করোনা ভয় কাটেনি। তাই এ বছরের মতো আগামী বছরেও বহাল থাকছে করোনা রুখতে বেশ কিছু নিয়মাবিধি।

সাধারণত ফেব্রুয়ারির ২৭ তারিখ অনুষ্ঠিত হয় সিনেমা জগতের সর্বশ্রেষ্ঠ ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে রয়েছে কিছু আন্তর্জাতিক ইভেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য ২০২২-এর অলিম্পিক্স এবং সুপারবোল। তাই সে সবের কথা মাথায় রেখেই অস্কার পিছিয়ে আনা হয়েছে এক মাস।

আরও পড়ুন: Oscar 2021 : অস্কারের অজানা ৯, এক ঝলকে জেনে নিন

এই বছর প্যান্ডেমিকের কারণে অস্কারের মঞ্চে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। যেমন বাতিল করা হয়েছিলেন গভর্নর অ্যাওয়ার্ডের মতো অনুষ্ঠান। এ ছাড়াও প্রতি বছর যে বিরাট খাওয়াদাওয়ার আয়োজন করা হয় ছিল না তাও। তবে আগামী বছর গভর্নর অ্যাওয়ার্ডের দিন ধার্য হয়েছে ১৫ জানুয়ারি। খাওয়া দাওয়া হবে মার্চের ৭ তারিখ। অস্কারের মনোনয়ন পাঠানো যাবে এই বছরের শেষ মাস অবধি। নির্বাচিত মনোনয়ন ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। তবে পরিস্থিতি বুঝে এই সব তারিখ পরিবর্তন হতে পারে বলেও জানাচ্ছে অ্যাকাদেমি কর্তৃপক্ষ।

আরও পড়ুন-অস্কারের মঞ্চেও নারীত্বের জয়গান, শ্রেষ্ঠ ছবি ‘নোম্যাডল্যান্ড’, শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা হাতছাড়া বসম্যানের

এ বছর প্রথমবারের জন্য, বার্ষিক পুরষ্কার অনুষ্ঠানের কিছুটা অংশ লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক ইউনিয়ন স্টেশনে অনুষ্ঠিত হইয়েছিল এ ছাড়াও অনুষ্ঠানের বাকি অংশ চিরাচরিত ডলবি থিয়েটারেই অনুষ্ঠিত হয়। তারিখ তো ঘোষণা হয়ে গেল। এখন শুধু দিন গোনার পালা…