Oscars 2022: প্রকাশ্যে মনোনয়ন তালিকা, জায়গা হল না ‘জয় ভীম’-এর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 08, 2022 | 11:52 PM

আগামী ২৭ মার্চ লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে অস্কার প্রদান অনুষ্ঠান। তার আগে মনোয়ননের বেশ কিছু তালিকা রইল আপনার জন্য...

Oscars 2022: প্রকাশ্যে মনোনয়ন তালিকা, জায়গা হল না জয় ভীম-এর
কে হবেন সেরার সেরা?

Follow Us

মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে এল ৯৪ তম অ্যাকাদেমি অ্যাওয়ার্ডের সম্পূর্ণ তালিকা। তবে এবারেও জায়গা হল না কোনও ভারতীয় ছবির। প্রতিযোগিতার দৌড়ে বেশ খানিক এগিয়ে থাকা ‘জয় ভীম’-এর ভাগ্যেও শিকে ছিঁড়ল না। তবে শ্রেষ্ঠ তথ্যচিত্র (ফিচার) বিভাগের মনোনয়নে জায়গা করে নিল একমাত্র ভারতীয় ছবি ‘রাইটিং উইদ ফায়ার’। দলিত সাংবাদিকদের নিয়ে তৈরি এই তথ্যচিত্রই এখন ভারতের একমাত্র সহায়। আগামী ২৭ মার্চ লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে অস্কার প্রদান অনুষ্ঠান। তার আগে মনোয়ননের বেশ কিছু তালিকা রইল আপনার জন্য…

সেরা ছবি

বেলফাস্ট
কোডা
ডোন্ট লুক আপ
ড্রাইভ মাই কার
ডুনা
কিং রিচার্ড
লিকোরিস পিৎজা
নাইটমেয়ার অ্যাকে
দ্য পাওয়ার অব দ্য ডগ
ওয়েস্ট সাইড স্টোরি

শ্রেষ্ঠ পরিচালক

পল থমাস অ্যান্ডারসন- লিকোরিস পিৎজা
কেনেথ ব্রানাগ- বেলফাস্ট
জেন ক্যাম্পিও- দ্য পাওয়ার অব দ্য ডগ
স্টিভেন স্পিলবারগ- ওয়েস্ট সাইড স্টোরি
রিসুক হামাগুচি- ড্রাইভ মাই কার

শ্রেষ্ঠ অভিনেত্রী

জেসিকা চেস্টন- দ্য আইজ অব ট্যামি দে
অলিভিয়া কোলম্যান- দ্য লস্ট ডটার
পেনেলোপে ক্রুজ- প্যারালাল মাদারস
নিকোল কিডম্যান- বিইয়িং দ্য রিকার্ডোস
ক্রিস্টেন স্টুআর্ট-স্পেনসর

শ্রেষ্ঠ অভিনেতা

জ্যাভিয়ার বার্ডেম- বিইয়িং দ্য রিকার্ডোস
বেনেডিক্ট কাম্বারব্যাচ- দ্য পাওয়ার অব দ্য ডগ
অ্যান্ড্রিউ গারফিল্ড- টিক টিক বুম
উইল স্মিথ- কিং রিচার্ড
ডেনজেল ওয়াশিংটিন- দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ

Next Article
Lata Mangeshkar: পারিবারিক কারণেই বিয়ের বলিদান দিয়েছিলেন লতাজি: শত্রুঘ্ন সিনহা
Lata Mangeshkar: লতার বিচারে কোন অভিনেত্রী তাঁর গানের সঙ্গে সুবিচার করেছিলেন?