আর মাত্র কয়েকদিন। এর পরেই অনুষ্ঠিত হতে চলেছে অস্কার। ভারতীয় সময় ১৩ মার্চ ভোরবেলায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। বিশ্বের তাবড় তাবড় সেলেব অংশ নেবেন সেখানে। তবে জানেন কি, এই বার অস্কারে ভারত যোগ প্রবল। একদিকে দীপিকা, অন্যদিকে তিনটে মনোনয়ন… ভারত যেন সপ্তম স্বর্গে। এক ঝলকে দেখে নেওয়া যাক, ভারত যোগগুলি। রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে জ্বলন্ত সেনসেশন। ইতিমধ্যেই তা জিতেছে গোল্ডেন গ্লোব। এবার তার রয়েছে অস্কার প্রাপ্তির সম্ভাবনাও। ‘সেরা অরিজিনাল সং’-এই বিভাগে মনোনয়ন পেয়েছে গানটি। এখানেই শেষ নয়, বাংলার ছেলে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ রয়েছে সেরা ফিচার তথ্যচিত্র বিভাগে। অন্যদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রে রয়েছে ভারতের ‘এলিফ্যান্ট হুইসপারারস’। আর দীপিকা? তিনি কোন বিভাগে থাকবেন? না পুরস্কার প্রদান নয়, তিনি থাকবেন পুরস্কার প্রদানের দায়িত্বে। এমিলি ব্লান্ট, ডোয়েন জনসনদের মতো তিনিও পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে। বহুদিন যাবৎ দীপিকা আর বলিউডে সীমাবদ্ধ নন। তাঁকে দেখা গিয়েছে, হলিউড ছবিতে। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দেখা গিয়েছিল তাঁকে। কান চলচ্চিত্র উৎসবে তাঁকে দেখা গিয়েছিল জুরি সদস্য হিসেবেও, এবার পালা অস্কার।
এই বছর ভারতের জন্য তিনটি জ্বলন্ত সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে জেতার। যদিও কী হয় তা জানা যাবে আর কিছু দিন পর ১৩ মার্চ সকালে। ওই দিনই প্রকাশিত হবে অস্কারের ফলাফল। প্রসঙ্গত, সময়টা বেশ ভালই যাচ্ছে দীপিকার। ‘পাঠান’ সুপারহিট। আর এদিকে ডাক আসছে হলিউড থেকেও। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আলিয়া ভাটও কাজ করেছেন হলিউডে। দীপিকারও কি আগাম লক্ষ্য হলিউড? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।