২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি। ছবিকে ঘিরে তৈরি হয়েছে তুলুম বিতর্ক। ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘পাঠান’-এর প্রথম গানের ভিডিয়ো। গানের নাম ‘বেশরম রং’। তাতে ঘনিষ্ঠ হয়ে রোম্যান্স করতে দেখা যায় শাহরুখ এবং তাঁর সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। বিতর্ক তৈরি হয়েছে মূলত গানের পোশাককে কেন্দ্র করে। দীপিকার শরীরে দেখা যায় গেরুয়া রঙের স্বল্প বসন সুইমওয়্যার। কেবল গেরুয়া নয়, সবুজ রঙের স্বল্প বসনও পরেছিলেন দীপিকা।
এ ছাড়াও, ছবিতে এমন কিছু আছে, যা নাকি ভীষণই আপত্তিকর। বৃহস্পতিবার সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) চেয়ারম্যান প্রসূন যোশী জানিয়েছেন, ‘পাঠান’-এর নির্মাতাদের কিছু পরিবর্তন আনতে হবে ছবিতে। না হলে সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাবে না ‘পাঠান’। ‘বেশরম রং’ গানের ভিডিয়োতেও আনতে হবে যাবতীয় পরিবর্তন। এবং সেই সমস্ত পরিবর্তন সমেত তা ফের জমা দিতে হবে সেন্সর বোর্ডের কাছে ছবি মুক্তির আগে।
প্রসূনের এই বক্তব্য শুনে একেবারে বিপরীত কথা বলেছেন সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানি। ‘পাঠান’ ছবিতে পরিবর্তন এবং ‘বেশরম রং’ গানে পরিবর্তন আনতে বলা নিয়ে কথা বলেছেন পহলাজ। তিনি বলেছেন, “এমন কোনও নির্দেশিকা কোনওকালেই ছিল না। কোনও নির্দিষ্ট রংকে এভাবে ছেটে বাদ দেওয়া যায় না। অশ্লীলতা থাকলে সেটিকে বাদ দিতে বলতে পারে সেন্সর বোর্ড। কিন্তু কোনও নির্দিষ্ট রঙের ব্যবহারকে পাল্টাতে বলতে পারে না এই বোর্ড। নিশ্চয়ই সরকার থেকে কোনও নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে।”