সারাদেশ এখন বিশ্বকাপ ফাইনালের জন্য দারুণ উচ্ছ্বসিত। এবারের একদিনের বিশ্বকাপের ম্যাচে একটিও ম্যাচ হারেনি ভারত। সেমি ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারত-নিউ জ়িল্যান্ডের মধ্যে। সেই ম্যাচেও দারুণভাবে জেতে দেশ। যেমন ব্যাটিং, তেমনই বোলিং ছিল জোরদার। সক্কলেই প্রশংসায় পঞ্চমুখ রোহিতের ব্লু ব্রিগেডের। মনে করা হচ্ছে, এই ম্যাচ ছিল ভারতকে দীপাবলির উপহার। সক্কলে খুশি হলেও এক ব্যক্তি ঘৃণা উগরে দিয়েছেন। এবং তিনি এ দেশের কেউ নন। তিনি পাকিস্তানের এক অভিনেত্রী–শেহর শিনওয়ারি। ভারতের জেতা দেখে এক্স-এ (সাবেক টুইটার) এ দেশ সম্পর্কে কুৎসিত-কুৎসিত কথা লিখেছেন তিনি। কিন্তু এমনটা লিখে তিনি পার পেয়ে যাননি। তাঁকে রীতিমতো তুলোধনা করেছে ট্রোলাররা।
ভারত-পাকিস্তানের সম্পর্ক ভাল করার অনেক প্রচেষ্টাই করা হয়েছে এবং হচ্ছেও। সিনেমা-প্রকল্প… অনেককিছুই হয়েছে। কিন্তু তাতেও শেহর শিনওয়ারির মতো কিছু মানুষ ভারতকে ধিক্কার জানাতে ছাড়েন না। ভারত ও নিউ জ়িল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচ দেখে তিনি কিছুতেই হজম করতে পারেননি বিষয়টা। সামাজিক মাধ্যমে শেহর লিখেছেন, “আমি চিন্তাই করতে পারছি না ভারত ফের ফাইনালে পৌঁছে গিয়েছে। এই জঘন্য দেশটা আমাদের চেয়ে সব বিষয়ে এগিয়ে…”
এই টুইটের পর তাঁকে তুলোধনা করেছেন নেটিজ়েনরা। এক ব্যক্তি তাঁকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, “বিষ খেয় নে… সব হজম হয়ে যাবে তোর।” অন্য একজন লিখেছেন, “এগুলো বোঝার জন্য সুস্থ মানসিকতার প্রয়োজন।”