Parambrata Chatterjee: আশাহত হবেন না! পরম-ভক্তদের জন্য দারুণ খবর, শেষ দিনেই সিক্সার

Parambrata Chatterjee: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগেই জানা গিয়েছিল এই বছর পরমব্রত চট্টোপাধ্যায়কে উৎসবের সূচনায় দেখা যাবে না। প্রতি বারের মতো মাইক হাতে সঞ্চালকের গুরু দায়িত্বে তিনি নেই জেনে মন খারাপ হয়েছিল শহরবাসীর। তবে অবশেষে খানিক স্বস্তি।

Parambrata Chatterjee: আশাহত হবেন না! পরম-ভক্তদের জন্য দারুণ খবর, শেষ দিনেই সিক্সার
পরম
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 7:02 PM

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগেই জানা গিয়েছিল এই বছর পরমব্রত চট্টোপাধ্যায়কে উৎসবের সূচনায় দেখা যাবে না। প্রতি বারের মতো মাইক হাতে সঞ্চালকের গুরু দায়িত্বে তিনি নেই জেনে মন খারাপ হয়েছিল শহরবাসীর। তবে অবশেষে খানিক স্বস্তি। শোনা যাচ্ছে সূচনা লগ্নে না থাকলেও ১২ ডিসেম্বর অনুষ্ঠানের শেষদিনে সঞ্চালনার দায়িত্ব রয়েছে তাঁর। এও জানা যাচ্ছে, ওই দিন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সহ সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারিকেও। কেন পরমব্রতকে উৎসবের বাকি দিনগুলিতে দেখা যাবে না? এ নিয়ে চলছে নানা জল্পনা। অফিসিয়াল কারণ হিসেবে জানানো হয়েছে, ওই সময়টা তিনি শহরে থাকছেন না। ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছেন। কী সেই ব্যক্তিগত কাজ? এ নিয়ে চলছে নানা জল্পনা। সদ্য বিয়ে সেরেছেন পরমব্রত। স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে তবে কি যাচ্ছেন মধুচন্দ্রিমা যাপনে? এ নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। তবে আলোচনা যে থামার নয়,

এই বছর কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনার দিন সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে অভিনেতা জুন মালিয়া ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। এর আগে জুনকে এই দায়িত্ব সামলাতে দেখা গেলেও চূর্ণীকে সঞ্চালকের ভূমিকায় খুব একটা দেখা যায়নি। তবে তিনি যে সুঅভিনেত্রী, সে প্রমাণ মিলেছে বারংবার। এবারের কিফে হাজির থাকছেন না শাহরুখ খান। দেখা মিলবে না অমিতাভ বচ্চনেরও। তবে থাকবেন সলমন খান। সব কিছু ঠিক থাকলে দেখা মিলবে, সুধীর মিশ্র, মনিরত্নম, অনুরাগ বসু, সোনাক্ষী সিংহ, জয়া বচ্চন, অনিল কাপুরদের মতো খ্যাতনামাদের।