অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা, গত এক সপ্তাহ ধরে যাঁদের বিয়ে নিয়ে সর্বত্র চর্চা ছিল তুঙ্গে এবার সেই অনুষ্ঠানই মধ্য গগনে। বিবাহ পর্ব শেষে এবার দিল্লিতে গালা রিসেপশন পার্টির উদ্দেশে রওনা দিলেন জুটি। উদয়পুরে জাঁকজমকপূর্ণ বিয়ের আসর থেকে সোমবার বেলা হতেই বিদায় নিলেন জুটি। জুটি উদয়পুরে পৌঁছানোর পর থেকে যেন একপ্রকার গা ঢাকা দিয়েছিলেন। একটি ছবিও লিক হবার উপায় নেই। তার মাঝেও একটা দুটো ছবি কিংবা ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। তবে বিয়ের পর এই জুটি প্রকাশ্যে এসে পাপারাৎজিদের সঙ্গে দেখা করেননি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করতে সারারাত অপেক্ষা করিয়েছেন ভক্তদের।
সোমবার সকাল হতেই শুভ পরিণয় একাধিক ফ্রেম পরিণীতি থেকে রাঘব শেয়ার করে নেন নেট পাড়ায়। যা পলকে ভরে উঠেছে লাইক শেয়ার কমেন্টে। শুভেচ্ছা জানাচ্ছেন সেলিম মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। এর এর কিছুক্ষণের মধ্যে লীলাবতী প্যালেস থেকে বেরিয়ে আসলেন রাঘব পরিণীতি। একে অপরের হাত ধরে নৌকা থেকে নামার সময় হলেন ফ্রেমবন্দি। যদিও তাঁদের পরনে থাকলো না কোনও সাবেকি পোশাক। সাদা শার্ট কালো ট্রাউজারে সেজে উঠেছিলেন রাঘব অন্যদিকে পরিণীতির পরনে ছিল, নীল জিন্স ও গোলাপি অফ সোল্ডারটি, যা ঢেকে রেখেছিল একটি পঞ্চু। হাতে চুরা ও স্বল্প মেহেন্দি, হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানালেন তাঁরা।
প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর লীলাবতী প্রাসাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি। এদিন গোধূলি লগ্নে একে অপরের গলায় মালা দেন তাঁরা। স্বপ্নের মত সাজানো সেই মুহূর্ত পরিণীতির কাছে ঠিক কতটা বিশেষ রাত পোহাতেই সোশ্যাল মিডিয়ায় তা নিজেই লিখে ফেললেন বলিউড অভিনেত্রী। ভক্তদের উদ্দেশ্যে জানালেন, ”ব্রেকফাস্ট টেবিলে বসে আমাদের প্রথম কথোপকথন, আমাদের হৃদয় এই দিনটির জন্য অপেক্ষায় ছিল বহুদিন। অবশেষে আমরা মিস্টার মিসেস। একে অপরকে ছাড়া আমরা বাঁচতে পারতাম না। আমাদের একসঙ্গে যাত্রা শুরু। ”