Raghav-Parineeti wedding Picture: ‘আমরা একে অপরকে ছাড়া…’, সোমবার সকালেই বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার পরিণীতির

Wedding Picture: একের পর এক ঘন্টা গেলেও ছবি মেলে না তাঁদের, সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের অপেক্ষা চলতেই থাকে। বাগদান-এর ক্ষেত্রে যদিও এমনটা ঘটেনি। পরিনীতি নিজেই একটি নির্দিষ্ট সময়ের পর ছবি শেয়ার করেছিলেন সকলের জন্য।

Raghav-Parineeti wedding Picture: 'আমরা একে অপরকে ছাড়া...', সোমবার সকালেই বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার পরিণীতির
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 11:26 AM

আপ নেতা রাঘব চাড্ডা ও  অভিনেত্রী পরিণীতি চোপড়া, রাজকীয় বিবাহ সম্পন্ন করে এখন তাঁরা স্বামী-স্ত্রী। গত এক সপ্তাহ ধরে এই বিয়ে নিয়ে সকল ক্ষেত্রে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রতিটা মুহূর্তে এই বিয়ের খবরে ছিল সকলের নজর। সেলিব্রেটির শুভ পরিণয়ের সাক্ষী থাকতে চেয়েছিলেন অনেকেই। তাই এক-একটিক ছবি কিংবা ছোট্ট ছোট্ট ভিডিয়ো ক্লিপিং যখন লিক হয়ে যাচ্ছিল, সকলে একপ্রকার তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। অপেক্ষা করেছেন কবে প্রথম বিবাহিত রাঘণীতির ছবি প্রকাশ্যে আসবে? এরপর রবিবার, অর্থাৎ গোধূলি লগ্নে বিয়ে হলেও অপেক্ষা চলে থাকে দীর্ঘক্ষন।

একের পর এক ঘন্টা গেলেও ছবি মেলে না তাঁদের, সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের অপেক্ষা চলতেই থাকে। বাগদান-এর ক্ষেত্রে যদিও এমনটা ঘটেনি। পরিনীতি নিজেই একটি নির্দিষ্ট সময়ের পর ছবি শেয়ার করেছিলেন সকলের জন্য। তবে এবার মধ্যরাতে গিয়ে ভাইরাল হয় একটি ছবি। রবিবার মধ্যরাতে পাওয়া গেল প্রথম রাঘব পরিণীতিকে। মাথায় সিঁদুর, গোলাপি শাড়িতে রাঘবের সঙ্গে পোজ় দিতে দেখা গেল তাঁকে।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)

তবে সোমবার সকাল হতেই মিলল বিয়ের আসরের ছবি। একটা নয়, বেশ কয়েকটা। অফ-হোয়াইট রঙের পোশাক, গোলাপ, গহণায় যেভাবে সেজে উঠেছিল জুটির জীবনের বিশেষ মুহূর্ত, তা এককথায় স্বপ্নপুরী। সিনেমার গল্পের মতই সুন্দর সাজানো গোছানো প্রতিটা ফ্রেম। এক কথায় এই জুটিকে দেখে চোখ জুড়িয়ে গেল সকলের। ঠোঁটের কোলে হালকা হাসি, চোখে মুখে প্রশান্তির সঙ্গে ভালোবাসায় ভরপুর একেকটি  ছবি। যা প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ল সর্বত্র। সকলেই জুটিকে শুভেচ্ছা জানাতে তৎপর। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এক বাক্যে তাঁদের শুভেচ্ছা জানালেন। সোমবার সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে ছবি শেয়ার করে পরিণীতি লিখলেন, ”ব্রেকফাস্ট টেবিলে বসে আমাদের প্রথম কথোপকথন, আমাদের হৃদয় এই দিনটির জন্য অপেক্ষায় ছিল বহুদিন। অবশেষে আমরা মিস্টার মিসেস। একে অপরকে ছাড়া আমরা বাঁচতে পারতাম না। আমাদের একসঙ্গে যাত্রা শুরু।”

View this post on Instagram

A post shared by @parineetichopra