Parineeti-Raghav: সেজে উঠল উদয়পুর, পরিণীতি-রাঘবর বিয়েতে কড়া নিয়মের তালিকায় কী কী?

Wedding: এই তিনদিন হোটেল থেকে কেউই বেরতে পারবেন না বলেই নির্দেশ দেওয়া হয়েছে। ৫০ জন ভিভিআইপি-র সঙ্গে এই বিয়েতে উপস্থিত থাকবে বলিউড থেকে রাজনৈতিক মহলের বিভিন্ন তারকারা। আর তাই নিরাপত্তা কড়া করতে অনেকদিন আগে থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে।

Parineeti-Raghav: সেজে উঠল উদয়পুর, পরিণীতি-রাঘবর বিয়েতে কড়া নিয়মের তালিকায় কী কী?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 12:26 PM

রাত পোহালেই বাজবে বিয়ের সানাই। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু বিয়ের যাবতীয় অনুষ্ঠান। ইতিমধ্যেই অভিনেত্রীর পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। বিয়ের পূর্ববর্তী আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি দিল্লির বাড়িতে হয়ে গিয়েছে তাঁদের বিশেষ এক আচার। দুই পরিবারের মধ্যে ক্রিকেট ম্যাচ দিয়েই শুরু হয়েছে বিয়ের সেলিব্রেশন। শুক্রবার সকাল হতেই দিল্লি থেকে উদয়পুরের উদ্দেশে রওনা দেন পরিণীতি ও রাঘব।

সেজে উঠল বিমানবন্দর

একে অপরের হাত ধরেই দিল্লি এয়ারপোর্টে ফ্রেমবন্দি হলেন তাঁরা। আর কিছুক্ষণের মধ্যেই উদয়পুরে পৌঁছে যাবেন জুটি। আর সেখানেই আয়োজন তুঙ্গে। সুন্দর করে সাজানো হয়েছে বিমানবন্দর, এই জুটিকে স্বাগত জানাতে ফুলে সেজে উঠেছে উদয়পুর।

রাস্তা বন্ধ 

নিরাপত্তার কারণে ও ভিভিআইপি-দের যাতায়াতের জন্য উদয়পুরের মোট ১৫টি পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে অন্যত্র রাস্তায় বেশ গাড়ির চাপ বেড়েছে। আগামী দুই দিন, দিনের বিশেষ কয়েকটি সময় বন্ধ থাকবে এই রাস্তাগুলি।

কড়া নিরাপত্তা হোটেলে 

পাশাপাশি নিরাপত্তায় মুড়ে ফেলার হয়েছে হোটেল চত্বর। হোটেলে কড়াকড়িও তুঙ্গে। মোট ১০০ প্রাইভেট নিরাপত্তা রক্ষী মোতায়ন করা রয়েছে বিয়ের অনুষ্ঠানকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য। পাশাপাশি রয়েছে একাধিক বিধি নিষেদের ঘেরাটোপ। কোনওরকম ছবি কিংবা ভিডিয়ো লিক হওয়া চলবে না, তাই যে যে অতিথিরা আসবেন সকলেরই ফোনের ক্যামেরায় ব্লু-টেপ লাগিয়ে দেওয়া হবে। অন্যদিকে হোটেলে যে কর্মীরা রয়েছেন পাশাপাশি এই বিয়ের আয়োজন এর সঙ্গে যুক্ত রয়েছেন যে সকল কর্মীরা সকলেরই টানা তিনদিন বাড়ি যাওয়া নিষেধ।

এই তিনদিন হোটেল থেকে কেউই বেরতে পারবেন না বলেই নির্দেশ দেওয়া হয়েছে। ৫০ জন ভিভিআইপি-র সঙ্গে এই বিয়েতে উপস্থিত থাকবে বলিউড থেকে রাজনৈতিক মহলের বিভিন্ন তারকারা। আর তাই নিরাপত্তা কড়া করতে অনেকদিন আগে থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। লীলাবতী হোটেলে ঝিলের মাঝে বসবে বিবাহ আসর। নৌকায় করে পরিণীতিকে বিয়ে করতে নিতে আসবেন রাঘব, সবটাই একেবারে বলিউডি স্টাইলে। তবে জুটির বিয়ের ছবি নিয়ে এত কড়াকড়ির খবর প্রকাশ্যে আসার পর বেজায় মন খারাপ নেট পাড়ার।