Parineeti-Raghav: জোর করে ঠোঁটে চুমু পরিণীতির! মুখ সরিয়ে নিলেন আপ নেতা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 26, 2023 | 7:38 PM

Parineeti-Raghav: বলিউডে হালফিলের ট্রেন্ড, বিয়ে করেই হলিউডি কায়দায় স্বামী-স্ত্রীর ঠোঁট-চুম্বন। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা--- প্রায় সকলেই সেই ট্রেন্ড অনুসরণ করেছেন। তবে এবার সেই ট্রেন্ড অনুসরণ করতে গিয়েই বেকায়দায় পরিণীতি।

Parineeti-Raghav: জোর করে ঠোঁটে চুমু পরিণীতির! মুখ সরিয়ে নিলেন আপ নেতা
জোর করে রাঘবকে ঠোঁটে চুমু পরিণীতির, মুখ সরিয়ে নিলেন আপনেতা!

Follow Us

বলিউডে হালফিলের ট্রেন্ড, বিয়ে করেই হলিউডি কায়দায় স্বামী-স্ত্রীর ঠোঁট-চুম্বন। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা— প্রায় সকলেই সেই ট্রেন্ড অনুসরণ করেছেন। তবে এবার সেই ট্রেন্ড অনুসরণ করতে গিয়েই বেকায়দায় পরিণীতি। দু’দিন আগেই আপ নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেছেন পরিণীতি চোপড়া। তাঁদের বিয়ের সেই ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মালা বদলের পর ক্যামেরা লক্ষ্য করে রাঘবকে চুমু খেতে যান পরী। তবে রাঘব প্রস্তুত ছিলেন না বলেই দাবি করেছেন নেটিজেনরা। অন্তত ভিডিয়ো দেখে তাঁদের মনে হয়েছে এমনটাই। তাঁদের মতে রাঘব যেহেতু ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে নন, এ ছাড়াও তাঁর রয়েছে এক রাজনৈতিক পরিচয়, সে কারণেই সকলের সামনে তাঁকে চুম্বন তাঁর কাছে বেশ অস্বস্তিজনক। পাল্টা চুমু খাওয়ার প্রচেষ্টা থেকে নিজেকে অব্যাহতি দিলেও রাঘবের গাল লক্ষ্য করে চুমু খেতে কিন্তু ছাড়েননি তাঁর সদ্য বিবাহিত স্ত্রী পরিণীতি। স্ত্রীকে পাল্টা চুমু না খেলেও লজ্জায় লাল হয়ে গিয়েছিল রাঘবের মুখ। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, রাজস্থানের ৭ মহলা প্রাসাদে পরিবারের সদস্য নিয়ে বিয়ে সেরেছিলেন রাঘব-পরিণীতি। তাঁদের বিয়ের থিম রঙ ছিল আইভরি। বিয়েতে হাজির ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা থেকে শুরু করে সানিয়া মির্জা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই। তবে বিয়েতে আসেননি পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার মা, মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মেয়ে ব্যস্ত থাকার কারণে বোনের বিয়েতে আসতে পারেননি। তবে প্রিয়াঙ্কার অনুপস্থিতিকে কেন্দ্র করে হয়েছে সমালোচনা। মিস ইউনিউভারসকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে।

 

 

 

Next Article