Parineeti-Raghav: কেন রাঘবের গলায় মালা? এতদিন পর মুখ খুললেন পরিণীতি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 26, 2023 | 11:14 AM

Wedding: শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই তোড়জোড় শুরু করে দেবেন পরিনীতি চোপড়া। সূত্রের খবর, রাজস্থানে বিয়ের পর গুরুগ্রামে এক বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা।

Parineeti-Raghav: কেন রাঘবের গলায় মালা? এতদিন পর মুখ খুললেন পরিণীতি

Follow Us

বাগদান পর্ব শেষ, এবার সাত পাকে বাঁধা পড়ার পালা। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা একে অন্যের গলায় মালা দিতে চলেছেন আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে। বলিউড সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের ব্যস্ততা, কয়েকদিনের মধ্যেই কেনাকাটা শুরু করে দেবেন এই জুটি, বলেই ঘনিষ্টসূত্রে মিলছে খবর। তবে জীবনে এত পুরুষের আনাগোনা থাকলেও কেন রাঘব চাড্ডাকেই বেছে নিলেন পরিণীতি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি প্রশ্নের উত্তর না দিলেও, প্রেম নিয়ে মুখ খোলেন পরিণীতি চোপড়া। তিনি জানান, প্রেমের বিষয়ে তিনি বড্ড বেশি বাস্তববাদী। অবাস্তুব কিছু তাঁর মন কিংবা নজর কিছুই কাড়ে না। তাঁর কথায় ”একে অপরের প্রতি আস্থা রাখা, একে অপরের ভাল মন্দে পাশে থাকা এবং তুমি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে উপস্থাপনা করাটাই কাম্য।” পরিণীতি এসব কিছুই পেয়েছেন রাঘব চাড্ডার মধ্যে। যেখানে লোক দেখানো শো অফ নেই রূপকথার গল্পের মত ফ্যান্টাসি নেই, তাঁরা দুজন দুজনের কাছে ভীষণভাবে বাস্তব।

আর সেই কারণেই যে রাঘব চাড্ডাকে তিনি পছন্দ করেছেন, তা স্পষ্ট হয়ে গেল। রাঘবকে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না পরিণীতিকে, অন্যদিকে রাঘব চাড্ডা সম্পর্ক প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। রাজকীয়ভাবে বাগদান পর্ব সেরে দর্শকদের উদ্দেশ্যে বেশ ক’টি ছবি শেয়ার করেই ক্ষান্ত এই জুটি। কোনও ট্রিপ থেকে শুরু করে ডেটিং, ব্যক্তি জীবনের কোনও আপডেটই সোশ্যাল মিডিয়ায় জাহির করতে পছন্দ করেন না তাঁরা, এ সত্য এতদিনে প্রকাশ্যে এসেছে।

বলিউড সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। শোনা গিয়েছিল চলতি বছরই বিয়ে করবেন তাঁরা। রাজস্থানকেই বিবাহ ডেস্টিনেশন করলেন রাঘব ও পারিণীতি চোপড়া। ইতিমধ্যেই একাধিক আয়োজন সেরে ফেলা হয়েছে, শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই তোড়জোড় শুরু করে দেবেন পরিনীতি চোপড়া। সূত্রের খবর, রাজস্থানে বিয়ের পর গুরুগ্রামে এক বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা। উদয়পুরের এক পাঁচতারা হোটেলে বসবে এই জুটির বিবাহ আসর।

Next Article