Parineeti-Raghav Wedding: বিয়ের আসরে কীভাবে আসবে বর, ফাঁস পরিনীতি-রাঘবের বিয়ের প্ল্যানিং

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 16, 2023 | 6:22 PM

Gossip: এই বিয়ের আসরে থাকছে কড়া নিরাপত্তা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের বিয়ের কার্ড। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণ, যেখানে উপস্থিত থাকছেন বহু সেলেব, সঙ্গে থাকছেন বহু রাজনীতি ময়দানের বিশিষ্ট ব্যক্তিত্বরা। থাকছে কড়া নিরাপত্তাও, সকলকে পরীক্ষা করেই ঢোকানো হবে বিয়ের মণ্ডপে।

Parineeti-Raghav Wedding: বিয়ের আসরে কীভাবে আসবে বর, ফাঁস পরিনীতি-রাঘবের বিয়ের প্ল্যানিং

Follow Us

বলিউড অভিনেত্রী তথা গায়িকা পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু উৎসব। যা নিয়ে এখন বলিউডের অন্দর মহলে শোরগোল তুঙ্গে। বিয়ের ভেনু থেকে নিমন্ত্রণ পত্র, এক কথায় ভাইরাল সব কিছুই। তালিকা থেকে তাই বাদ পড়ছে না তাঁদের বিয়ের প্ল্যানিংও। ছাদনা তলায় পরিনীতিকে বিয়ে করতে আসবেন রাঘব নৌকি করে, অর্থাৎ বোর্টে করে। বিয়ের আগে রাঘবের সেহেরা বন্দি হবে তাজ হোটেলে। যা একটি লেকের মাঝে অবস্থিত। এরপর এখানে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। রাঘব পরিণীতিকে নিতে আসবেন তাজ থেকে। বিয়ের এই শোভাযাত্রা লেকের মধ্যে দিয়েই নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। যেখানে রাঘব ও পরিণীতি দুজনেই থাকবেন নৌকাতে। রাজকীয় এই বিয়ের আসরে থাকবে তাক লাগানো আয়োজন।

এই বিয়ের আসরে থাকছে কড়া নিরাপত্তা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের বিয়ের কার্ড। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণ, যেখানে উপস্থিত থাকছেন বহু সেলেব, সঙ্গে থাকছেন বহু রাজনীতি ময়দানের বিশিষ্ট ব্যক্তিত্বরা। থাকছে কড়া নিরাপত্তাও, সকলকে পরীক্ষা করেই ঢোকানো হবে বিয়ের মণ্ডপে। সকলেই এখন তাই তাকিয়ে এই রাজকীয় বিবাহ আসরের। পরিণীতা ও রাঘবের বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে অগস্ট মাস থেকেই। বেশ কয়েকটি হোটেল অগ্রিম বুকিং করা হয়ে গিয়েছে। সেখানেই অতিথিরা থাকবেন বিয়ের কয়েকদিন। তবে এবারও ছবির জন্য বেজায় অপেক্ষা করতে হবে বলেই মিলছে খবর। কারণ ভিতরে ক্যামেরা উপস্থিত থাকবে না বলেই এক্ষেত্রেও মিলেছে নির্দেশ। পরিণীতাও বিয়ের ভেনুতে পৌঁছে যাবে ২১ তারিখ রাতে, এমনটাই প্রাথমিকভাবে মিলছে খবর।

Next Article