Parineeti-Raghav: অপেক্ষা দীর্ঘ হল না, রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান শুরু হতেই ছবি ফাঁস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 20, 2023 | 3:59 PM

Gossip: পরিবারের সকলের সঙ্গে পোজ় দিয়ে তুলছেন ছবি। পাশাপাশি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিলেন তাঁরা অনুষ্ঠানের শুরুতেই। আগামীকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে বাকি অনুষ্ঠান, ২৩ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন পরিণীতি ও রাঘব।

Parineeti-Raghav: অপেক্ষা দীর্ঘ হল না, রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান শুরু হতেই ছবি ফাঁস

Follow Us

বেশ কয়েকমাস ধরেই পলক গুনছিলেন ভক্তরা। বিয়ে নিয়ে একের পর এক খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যেত চর্চা। অগস্ট মাসেই প্রকাশ্যে এসেছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের তারিখ। ২০ সেপ্টেম্বর থেকে উদয়পুরে শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। বিয়ের পুর্ববর্তী আচার অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সেখান থেকেই এবার ছবি এল প্রকাশ্যে। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা এদিন সেজে উঠলেন গোলাপী পোশাকে। দুজনেই মন দিয়ে বিয়ের রীতিনীতি মানতে ব্যস্ত। মুখে হাসি। পরিবারের সকলেই হাজির হয়ে গিয়েছেন। তবে অন্যান্য সেলেবদের মতো তাঁদের ক্ষেত্রে অপেক্ষা দীর্ঘ হল না। বাগদানের সময়ও তাঁদের ছবি দ্রুত চলে এসেছিল সোশ্যাল মিডিয়ায় এবারও ঠিক তেমনই হল।

পরিবারের সকলের সঙ্গে পোজ় দিয়ে তুলছেন ছবি। পাশাপাশি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিলেন তাঁরা অনুষ্ঠানের শুরুতেই। আগামীকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে বাকি অনুষ্ঠান, ২৩ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন পরিণীতি ও রাঘব। বিয়ের আগে মহাকালেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন জুটি, তারপর তাঁরা পৌঁছে গিয়েছিলেন অমৃতসরে গুরুদোয়ারায় পুজো দিতে। এবার তাঁরা বিয়ের অনুষ্ঠানে গা ভাসালেন। ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শক মনে জল্পনা তুঙ্গে। সকলেই জানাচ্ছেন জুটিকে শুভেচ্ছা।

দীর্ঘ এই অনুষ্ঠান, টানা চার দিন ধরে চলবে কেবল বিয়ে, তারপর তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হবেন, যেখানে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। সবটাই হবে ভীষণ কড়া নিরাপত্তার মাঝে। তাঁদের প্রতিটা ক্ষেত্রে ঘিরে রয়েছে নিরাপত্তা রক্ষী। পাশাপাশি বিপুল পরিমাণ VVIP নিমন্ত্রিত থাকায় এই অনুষ্ঠান ঘিরে একাধিক নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। এখন শুরু কাউন্ট ডাউন, কনে লুকে কখন ধরা দেবেন পরিণীতি।

Next Article