আগামী ২৪ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। এ খবর আর কারও কাছে অজানা নয়। বিয়ের ঠিক আগেই মেজাজ হারালেন নায়িকা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে কটাক্ষ। এসেছে নেতিবাচক সব মন্তব্যও। ঠিক কী ঘটেছে? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হন্তদন্ত হয়ে একটি বিল্ডিংয়ের ভিতরে ঢুকছেন পরিণীতি। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। প্রতি সম্ভাষণ তো দূরের কথা, রেগে আগুন হয়ে পরিণীতি বলে ওঠেন, “আমি তো আপনাদের আসতে বলিনি।” বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গিয়েও আবার বেরিয়ে আসেন তিনি। ফের পাপারাৎজির উদ্দেশে তিনি বলেন, “অনেক হয়েছে, আর না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে বন্ধ করুন।” এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের একটা বড় অংশ পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন পরিণীতির দিকে। তাঁদের মতে অকারণেই ‘অ্যাটিটিউড’ দেখাচ্ছেন নায়িকা। তাঁদের আরও প্রশ্ন, “কী লুকোচ্ছেন মিডিয়ার থেকে? আলিয়ার মতো তিনিও কি বিয়ের আগেই সন্তানসম্ভবা?” যদিও পরিণীতির হয়েও কথা বলেছেন কেউ কেউ। তাঁদের পাল্টা বক্তব্য, “এভাবে বিরক্ত করলে যে কেউই বিরক্ত হবেন। যখন উনি পছন্দ করছেন না। তখন তাঁকে অনুসরণ করে কী লাভ?”
প্রসঙ্গত, এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে ব্যস্ত পরিণীতি ও তাঁর পরিবার। শোনা যাচ্ছে, রাঘব চাড্ডা আসবেন নৌকো করে। মণীশ মালহোত্রার পোশাকে সাজবেন পরিণীতি। যেহেতু রাঘবের এক রাজনৈতিক পরিচয় রয়েছে তাই বলিউড ও রাজনৈতিক মহলের সকলেই আমন্ত্রিত থাকবেন এই হেভিওয়েট বিয়েতে। ভাইরাল হয়েছে বিয়ের কার্ডও। জাঁকজমকে এই বিয়ে কিয়ারা-সিড, অথবা ভিক্যাটকে টেক্কা দিতে পারে কিনা এখন সেটাই দেখার।