Parineeti-Raghav: বিয়ের এক সপ্তাহ কাটার আগেই এই কাণ্ড করলেন পরিণীতি, অবাক রাঘব-সহ সকলেই
Wedding Song: সেলেবর বিয়ের পর একটা রাত ভক্তদের অপেক্ষা করিয়েছিলেন একটি মাত্র ছবি পোস্ট করার জন্য, তিনিই এবার মাত্র চার দিনের মাথায় সামনে আনলেন এক পূর্ণাঙ্গ বিয়ের ভিডিয়ো। যেখানে তাঁদের মালাবদল থেকে শুরু করে সমস্তটাই ফ্রেমবন্দি রয়েছে।
অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁদের দাম্পত্য জীবনের মাত্র এক সপ্তাহ কাটেনি। তারই মাঝে এ কী কাণ্ড ঘটিয়ে বসলেন পরিণীতি? রাঘবের প্রতি তাঁর ভালবাসা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। একাধিকবার পরিণীতিকে বলতে শোনা গিয়েছে তিনি ঠিক কতটা উৎসাহী ছিলেন এই সম্পর্কে আসার জন্য। রাঘবকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে যে তিনি কতটা সুখী, এবার তা প্রকাশ পেল গানে গানে। যে সেলেবর বিয়ের পর একটা রাত ভক্তদের অপেক্ষা করিয়েছিলেন একটি মাত্র ছবি পোস্ট করার জন্য, তিনিই এবার মাত্র চার দিনের মাথায় সামনে আনলেন এক পূর্ণাঙ্গ বিয়ের ভিডিয়ো। যেখানে তাঁদের মালাবদল থেকে শুরু করে সমস্তটাই ফ্রেমবন্দি রয়েছে।
কিন্তু চমক এখানেই শেষ নয়। পরিণীতি রাঘবকে সারপ্রাইজ় দিতে এবার এক আস্ত গান গেয়ে ফেললেন। যা শোনা মাত্রই মুগ্ধ ভক্তমহল। পরিণীতির গানের গলা যে বেশ সুন্দর সে বিষয় কারও মনে কোনও সন্দেহ নেই। কারণ অতীতেও বেশ কিছু গান গেয়েছেন পরিণীতি। এবার ওপ্রিয়া গানে রাঘবকে জানালেন মনের কথা, জানালেন তাঁর এই দিনের বিশেষ অনুভূতির কথা, তাঁর জীবন নতুন করে শুরু হওয়ার অনুভূতির কথা। ২৯ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় এই গান মুক্তি পেয়েছে।
গানের লেখক ও সুরকার হলেন গৌরব দত্ত। গান মুক্তি পেতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সঙ্গে একঝলক পরিণীতির বিবাহ আসরের সাক্ষী থাকছেন ভক্তরা। আড়াই মিনিটের এই গানটির আগে থেকেই রেকর্ড করে রেখেছিলেন পরিণীতি। বিয়ের ভিডিয়ো তৈরি হতেই তা দিয়ে এডিট করে এই গানকে মুক্তি করা হয়। প্রসঙ্গ, চলতি বছরে ২৪ সেপ্টেম্বর উদয়পুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। বর্তমানে রয়েছেন দিল্লিতে। তবে কিছু কারণ বশত, এখন তাঁদের রিশেপশন ও হানিমুন দুই বাতিল হয়েছে।