Naatu Naatu Controversy: ‘নিজের দুঃখ সহ্য হয়, অন্যের খুশি নয়’, ট্রোলের বিরুদ্ধে সরব মহেশ কন্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 13, 2023 | 9:33 AM

RRR Controversy: পরিচালক এসএস রাজামৌলীর এই ছবি ২০২৩-এর শুরুতেই সকলকে তাক লাগিয়ে রেকর্ড গড়ল গোল্ডেন গ্লোব ঘরে এনে।

Naatu Naatu Controversy: নিজের দুঃখ সহ্য হয়, অন্যের খুশি নয়, ট্রোলের বিরুদ্ধে সরব মহেশ কন্য

Follow Us

১১ জানুয়ারি সকালে সকলের ঘুম ভাঙে গোল্ডেন গ্লোব-এর (Golden Globe) সুখবর পেয়ে। ভারতের বুকে এই পুরস্কার নিয়ে এল এবার দক্ষিণী গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)। ২০২২ সালে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে দক্ষিণী ছবি ‘আরআরআর’ (RRR)। কখনও বক্স অফিস কালেকশন, কখনও আবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে ছবির গল্প থেকে শুরু করে স্টারকাস্টের অনবদ্য উপস্থাপনা। যাকে কেন্দ্র করে বছরভর বিভিন্ন ক্ষেত্রে চর্চা ছিল তুঙ্গে। পরিচালক এসএস রাজামৌলীর এই ছবি ২০২৩-এর শুরুতেই সকলকে তাক লাগিয়ে রেকর্ড গড়ল গোল্ডেন গ্লোব ঘরে এনে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সকলেই যখন শুভেচ্ছাবার্তা জানাতে মরিয়া, তখনই একশ্রেণী রীতিমত কটাক্ষ করে বসল এই সাফল্যকে। নাটু নাটু-কে হতে হল চরম ট্রোল্ড।

কেউ লিখলেন- ‘কেন এই গানকে গোল্ডেন গ্লোব দেওয়া হল’, কেউ বলে বসলেন, ‘নাটু নাটু এই পুরস্কারের অযোগ্য’। আর তা চোখে পড়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় একের পর এক সেলেব মুখ খুলছেন। লেখক অনুরুদ্ধ গুহ বিষয়টা লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বসলেন, যেখানে স্পষ্ট লেখা- যাঁরা এমনটা লিখছেন- ”’কিন্তু নাটু নাটু খবর সাধারণ’, ‘কিন্তু আরআরআর খুব একটা আহামরি নয়…’ কী দুঃখ পালন করছেন! ছোট থেকে কারও সুখ সহ্য হয় না?”

লেখকের এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মহেশ কন্যা পূজা ভাট। স্পষ্ট মন্তব্য করে বসলেন, ‘এটা মানুষের অভ্যাস, এরা নিজের দঃখ সহ্য করে নেবে, কিন্তু অন্যের সুখ সহ্য করতে পারবে না।’ তাঁর বোন অর্থাৎ আলিয়া ভাট এই ছবির অংশ। খবর পাওয়ার পর নাকি আলিয়া স্থির করেছেন তিনি এক গালা পার্টি দেবেন। যদিও ছবিতে তাঁর অংশ কম থাকা নিয়েও কম জলঘোলা হয়নি সোশ্যাল মিডিয়ায় পাতায়। শোনা গিয়েছিল তিনি নাকি ব্লকও করেছেন রাজামৌলীকে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই জল্পনা থিতিয়ে গিয়েছে নেটপাড়ায়।

 

Next Article