আবার খবরের শিরোনামে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। এবার সরাসরি তোপ দাগলেন অভিনেত্রী সুনেরাহর উদ্দেশে। পরীমণির অভিযোগ, সুনেরাহ তাঁর আর রাজের বিয়ে ভাঙতে চান। তাই দরকারে আইনি পদক্ষেপ করতেও প্রস্তুত তিনি। ফের বিতর্কের কেন্দ্রে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। এই বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং তানজিন তিশার। সামনে এসেছে ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষির নামও। ঘটনার সূত্রপাত সোমবার মধ্যরাতে। শরিফুল রাজের সঙ্গে এই দুই অভিনেত্রীর কিছু গোপন ভিডিয়ো এবং অশ্লীল ছবি ফাঁস হয়ে যায় সমাজমাধ্যমে। অবাক করা বিষয় শরিফুলের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয় এই ছবি এবং ভিডিয়োগুলি।
পোস্ট করার মাত্র ১৭ মিনিটের মধ্যেই প্রোফাইল থেকে মুছে ফেলা হলেও এই ছবি এবং ভিডিয়োগুলির ভাইরাল হতে সময় লাগেনি। এর পরেই অভিনেত্রী সুনেরাহ ফেসবুকে উক্ত ভিডিয়োর সাফাইয়ে শরিফুলের স্ত্রী অর্থাৎ পরীমণির দিকেই অভিযোগের আঙুল তোলেন। নাম না করেই তিনি লেখেন, ‘রাজকে আমি ১০ বছর ধরে চিনি। ও এক সময় আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কেমন কথা হয়, তা সকলেরই জানা। যে ভিডিয়োগুলো আপনারা দেখেছেন সেগুলো পাঁচ বছর পুরনো। বয়স অল্প ছিল তখন।’
অভিনেত্রী আরও বলেন, ‘… রাজের বিয়ের পর থেকে আমাদের প্রায় যোগাযোগই ছিল না। অনেকদিন পর একটা ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হলো। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সাথে একটা ছবি তোলা কী এমন অপরাধ? তার স্ত্রী কোনও কারণ ছাড়াই বিষয়টি নিয়ে পাগলামির পর্যায়ে নিজেকে নিয়ে গেছে। ‘ পাশাপাশি তিনি আইনি পদক্ষেপ করার হুমকিও দিয়েছেন। সেই সঙ্গে দাবি করেন, শরিফুলের প্রোফাইল হ্যাক করা হয়েছে। আর হ্যাকার হিসেবে পরীমণির দিকেই পরোক্ষে ইঙ্গিত করেছেন।
অভিযোগের আঙুল উঠতেই সরব হয়েছেন পরীমণি। তাঁর দাবি, গত ১০ দিন ধরে অভিনেত্রীর সঙ্গে থাকছেন না শরিফুল রাজ। তাঁর নতুন ঠিকানা এখন সুনেরাহর বাড়ি। কাজেই তার ফোনও রয়েছে তার সঙ্গেই। অভিনেত্রী দাবি করেছেন, ‘যদি আমার কাছে রাজের ফোনই না থাকে তাহলে আমি কেমনভাবে ভিডিয়োগুলো ভাইরাল করব?’
পরীমণি পাল্টা অভিযোগ করে বলেছেন, “আমার সংসার ভাঙার চেষ্টা করা হচ্ছে। এটা আসলে চক্রান্ত। কেউ যদি শুধু-শুধু আমার দিকে আঙুল তোলে, তাহলে আমি মামলা করতে বাধ্য হব। সুনেরাহ আমার নামে যে কথাগুলো রটাচ্ছে, ওর কোনও অধিকারই নেই এসব করার।” সেই সঙ্গে সুনেরাহর দিকে তোপ দেগে পরীমণি বলেন, “আমাকে সুনেরাহ আইনের হুমকি দিচ্ছে। আইন কি শুধু ওর একার জন্য? এটা আমার সংসার ভাঙার চক্রান্ত।”
শরিফুল রাজ এবং অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, দু’জনেই ওপার বাংলার চলচ্চিত্র জগতের বেশ জনপ্রিয় মুখ। তানিম রহমান অংশু পরিচালিত ‘নো ডরাই’ ছবির পর থেকেই প্রচারের আলোয় আসে এই জুটি। এই প্রসঙ্গে তানজিন তিশা ও নাজিফা তুষির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজের সঙ্গে এর আগেও পরীমণির সম্পর্কে অবনতির খবর বারবার সামনে এসেছে। বিচ্ছেদের পথে হাঁটতে চলেছিলেন দু’জনেই। তবে সন্তান আসার পর দু’জনের সংসারে শান্তি ফিরেছিল, এমনটা মনে করেছিলেন অনেকেই। কিন্তু ফের বিচ্ছেদের আশঙ্কায় দিন গুনছেন পরীমণি।