Bollywood Gossip: প্রভাস-কৃতির প্রেমের কথা মুখ ফসকে বলে ফেললেন বরুণ? ভাইরাল ভিডিয়ো

Bollywood Gossip: দীর্ঘ কেরিয়ারে প্রভাসের জীবনে গসিপের পরিমাণ নেহাতই সামান্য। কো-স্টার অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর প্রেম নিয়ে একটা সময় অনেক আলোচনা হয়েছে বটে, তবে তাঁরা প্রতিবারই দাবি করে এসেছেন, তাঁরা খুব ভাল বন্ধু।

Bollywood Gossip: প্রভাস-কৃতির প্রেমের কথা মুখ ফসকে বলে ফেললেন বরুণ? ভাইরাল ভিডিয়ো
সম্পর্কে শিলমোহর?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2022 | 6:52 AM

হালফিলে বলিউডে গুঞ্জন, সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন ও ‘বাহুবলী’ খ্যাত প্রভাস। যদিও দুজনের কেউই এই সম্পর্কে এখনও শিলমোহর দেননি, কিন্তু গুঞ্জন কিছুতেই থামার নয়। এবার সেই সম্পর্কের কথাই অজান্তে বলে ফেললেন বরুণ ধাওয়ান। সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ও কৃতির ছবি ‘ভেড়িয়া’। সেই ছবির প্রচারেই এক রিয়ালিটি শো-য়ে এসেছিলেন ওঁরা। ওই শো’র বিচারক পরিচালক করণ জোহর। এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বরুণের হাতে রয়েছে এক লম্বা তালিকা। যে তালিকায় কিছু নাম লেখা রয়েছে যার মধ্যে কৃতির নাম নেই। কেন কৃতির নাম নেই, করণ সে প্রশ্ন করতেই বরুণ কিছু একটা বলতে যান। মাঝপথে থামিয়ে দেন কৃতি। কিন্তু বরুণ তো থামার প্রাত্র নন। তিনি বলে চলেন, “ওর নাম নেই কারণ, ওর নাম এখন অন্য কারও মনে রয়েছে। একজন লোক আছেন। যিনি এই মুহূর্তে মুম্বইয়ে নেই। যিনি দীপিকার সঙ্গে শুটে ব্যস্ত।” আর কে না জানে প্রভাসই এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘প্রজেক্ট কে’র জন্য দীপিকার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। বরুণ এভাবে বলে ফেলায় অপ্রস্তুতে পড়ে যান কৃতি। মাথায় হাত দিয়ে বসেও পড়েন। পরে যদিও সামাল দেন গোটা বিষয়টি।

দীর্ঘ কেরিয়ারে প্রভাসের জীবনে গসিপের পরিমাণ নেহাতই সামান্য। কো-স্টার অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর প্রেম নিয়ে একটা সময় অনেক আলোচনা হয়েছে বটে, তবে তাঁরা প্রতিবারই দাবি করে এসেছেন, তাঁরা খুব ভাল বন্ধু। এ ছাড়া আর কোনও অভিনেত্রীকে নিয়ে প্রভাসের সঙ্গে গুঞ্জন শোনা যায়নি। তাই কৃতির সঙ্গে এই গুঞ্জনের সূত্রপাত হতেই, অনুরাগীদেরও বক্তব্য, কিছু তো রহস্য রয়েছেই। সূত্র জানাচ্ছে ‘আদিপুরুষ’ ছবির শুটিং করতে গিয়েই নাকি কাছাকাছি আসেন প্রভাস ও কৃতির। বন্ধুত্ব গড়িয়েছে প্রেমেও। তবে এখনই সম্পর্ক সবার সামনে বলতে চাইছেন না তাঁরা। সময় এলে ঠিক জানাবেন সবটা।

উল্লেখ্য ‘আদিপুরুষ’ ছবিটি প্রভাস ও কৃতির প্রেমের সাক্ষী হয়ে থাকলেও দুর্বল ভিএফএক্সের কারণে প্রথম থেকেই ট্রোলিংয়ের মুখে। সে কারণ নির্মাতাদের তরফেও মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ত্রুটি সংশোধন করে আবার নতুন ভাবে ছবিটি দর্শকের দরবারে নিয়ে আসতে চান তাঁরা। হাজার হোক, হাই বাজেট ছবি বলে কথা!