Prabhas: পর পর দুই ফ্লপ, প্রভাসের আগামী ছবির পারিশ্রমিক শুনলে চমকে যাবেন…
Gossip: বিশ্বজুড়ে ৪০০ কোটি টাকা আয় করলেও লাভের মুখ এখনও দেখেনি ছবি। জলের দরে বিক্রি হচ্ছে টিকিট, কিন্তু দর্শকহীন প্রেক্ষাগৃহ। তাই একাধিক সিনেমা হল থেকে বাদ পড়ছে আদিপুরুষ ছবি।
সত্য মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ছবি আদিপুরুষ। বাহুবলি ছবির পর থেকেই প্রভাসকে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ছিল তুঙ্গে। ছবির জনপ্রিয়তা দেখে বিভিন্ন মহলে রাতারাতি দর বেড়েছিল তাঁর। পরবর্তী ছবিতে প্রভাসকে নিতে মোটা টাকা খরচ করতে রাজি ছিলেন প্রযোজক থেকে পরিচালক। এরপর তৈরি হয় সাহো। বাহুবলি ছবির মতো এই ছবি অতটা জনপ্রিয় না হলেও মোটা টাকা আয় করে বক্স অফিসে। ফলে প্রভাসকে নিয়ে ভক্তমনে ও ছবি নির্মাতাদের মনে চাহিদাও বাড়তে থাকে উত্তরোত্তর। এমনই পরিস্থিতিতে সামনে আসে রাধে শ্যাম ছবির খবর। তবে এখান থেকেই ভাগ্য ঘোরে প্রভাসের। রাধে শ্যাম ছবি রাতারাতি ফ্লপ হয়ে যায়, এক সপ্তাহও প্রেক্ষাগৃহে টিকতে পারিনি এই ছবি। এরপরই খুব সময় নিয়ে ও যত্ন সহকারে তৈরি করা হয়েছিল আদিপুরুষ।
তবে এই ছবিটি কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, সে প্রশ্ন বারবার তুলছে বিভিন্ন মহল। ফলে বিভিন্ন বিতর্কের শিকার হয়ে রাতারাতি আদিপুরুষ ছবি পায় ফ্লপের তকমা। বিশ্বজুড়ে ৪০০ কোটি টাকা আয় করলেও লাভের মুখ এখনও দেখেনি ছবি। জলের দরে বিক্রি হচ্ছে টিকিট, কিন্তু দর্শকহীন প্রেক্ষাগৃহ। তাই একাধিক সিনেমা হল থেকে বাদ পড়ছে আদিপুরুষ ছবি। আর এই অবস্থায় প্রকাশ্যে এল প্রভাসের আগামী ছবির পারিশ্রমিক।
১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি, এমনটাই খবর ছড়িয়ে পড়েছিল গত এক বছর আগে। তবে এবার সেই সংখ্যাকেও ছাপিয়ে গেলেন প্রভাস। তিনি নাকি তার আগামী ছবি প্রজেক্ট কে-র জন্য পারিশ্রমিক নিয়েছেন ১৫০ কোটি টাকা। যেখানে দীপিকা পাড়ুকোন পেয়েছেন মাত্র ১০ কোটি টাকা। তবে এত টাকা পারিশ্রমিক নিয়ে ছবির পরিস্থিতি যদি এই হয়, তবে রীতিমতো সমস্যা পড়তে হবে ছবি নির্মাতা সংস্থাদের। তাই প্রভাসের পারিশ্রমিক আরও একবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিল। এখন দেখার শেষ পর্যন্ত আদিপুরুষ বক্স অফিসে কতটা লাভের অঙ্ক পূরণ করতে পারে। অন্যদিকে আগামী ছবি প্রজেক্ট কে-তে প্রভাস তাঁর ভক্তদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে পারেন কি না।