Preity Zinta: মা হয়েছেন গত বছর, প্রথম বার সন্তানের মুখ দেখালেন প্রীতি

কেটেছে প্রায় তিন মাস দায়িত্বও বেড়েছে আরও। নিলামে হাজির থাকতে না পারলেও প্রীতির মন পড়েছিল সেখানেই, হাজার হোক মালকিন বলে কথা!

Preity Zinta: মা হয়েছেন গত বছর, প্রথম বার সন্তানের মুখ দেখালেন প্রীতি
প্রীতি জিন্টা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 7:32 PM

কাঁধে এখন জোড়া দায়িত্ব। যমজ সন্তান সামলে আইপিএলের নিলামে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রীতি জিন্টা। তাই বলে কি পঞ্জাব কিংসের মালকিন নিলামের খোঁজ খবর রাখবেন না? অতঃপর কোলে সন্তান নিয়ে ভার্চুয়ালই হাজির প্রীতি। চোখ থাকল টিভির পর্দায়। আর সেই সঙ্গে আলাপও করিয়ে দিলেন তাঁর এক সন্তানের সঙ্গে। প্রথম বার প্রকাশ্যে আনলেন সন্তানের মুখ।

তোয়ালেতে ঢাকা মুখ দেখা যাচ্ছে অস্পষ্ট, তবু ছবি প্রকাশ পেতেই নেটমাধ্যমে ভালবাসার উষ্ণতা। খুদের জন্য ভেসে এসেছে আশীর্বাদ ও ভালবাসা। গত বছর নভেম্বরে মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন প্রীতি। তিনি লেখেন, “আমি সকলের সঙ্গে একটা অসাধারণ খবর ভাগ করে নিতে চাই। পরিবারে আমাদের যমজ সন্তান জয় এবং জিয়াকে স্বাগত জানাতে পেরে আমি এবং প্রীতি অত্যন্ত খুশি। আমাদের জীবনের এই নতুন পর্ব নিয়ে আমরা উত্তেজিত। চিকিৎসক, নার্স, আমাদের সরোগেট সকলকে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।’

এর পর কেটেছে প্রায় তিন মাস দায়িত্বও বেড়েছে আরও। নিলামে হাজির থাকতে না পারলেও প্রীতির মন পড়েছিল সেখানেই, হাজার হোক মালকিন বলে কথা!

২০০৯ সালে হৃষীকেশের এক অনাথ আশ্রম থেকে ৩৪ জন কন্যাসন্তান দত্তক নেন প্রীতি। তাঁর ৩৪ বছরের জন্মদিনে এমন কাজ করে ভক্তদের মন জিতে নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত তাঁদের দেখভাল চালিয়ে যাচ্ছেন প্রীতি। তাঁদের সমস্ত খরচ-খরচা বহন করেন প্রীতি নিজেই। বাবার সঙ্গে প্রীতির ছিল খুব মিষ্টি সম্পর্ক। কিন্তু বাবার আদর খুব বেশিদিন খেতে পারেননি অভিনেতা। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান প্রীতি। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুর্গানন্দ জিন্টা। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনা অফিসার। বাবার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রীতির মা’ও। মা প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনার দু’বছর পর্যন্ত শয্যাশায়ী ছিলেন প্রীতির মা নীলপ্রভা জিন্টা।

বলিউডে অনেক অভিনেতা-অভিনেত্রীই রয়েছেন যারা স্কুলের গন্ডি কোনওরকমে পার করলেও কলেজে যাননি কোনওদিন। প্রীতি কিন্তু সেই দলে নন। ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী। ইংরাজিতে স্নাতক প্রীতি মাস্টার্স শেষ করেন নয়া দিল্লি থেকে। বিষয় ছিল ক্রিমিনাল সাইকোলজি। এখানেই শেষ নয়, বলিউডে তাঁর অবদান এবং নানা মানবদরদী কাজের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ডক্টরেট সম্মানেও ভূষিত করা হয়। তিনি তাই শুধু প্রীতি জিন্টা নন। তিনি ডঃ প্রীতি জিন্টা।

View this post on Instagram

A post shared by Preity G Zinta (@realpz)