AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Preity Zinta: প্রীতি জ়িন্টার কামব্যাক! দক্ষিণী ছবিতে নাকি অভিনয় করবেন তিনি

Preity Zinta: প্রীতি জ়িন্টা অভিনয় করবেন। নিজের ফেলে আসা কেরিয়ারকে ফের একবার সুযোগ দেবেন। সেটাই হবে প্রীতির কামব্যাক। তবে বলিউড ছবিতে নয়, প্রীতি নাকি কামব্যাক করবেন একটি দক্ষিণ ভারতীয় ছবিতে। তেমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও এ ব্যাপারে একটি শব্দও খরচ করেননি প্রীতি। ফলে এখনও পর্যন্ত সেই খবরে সীলমোহর বসেনি।

Preity Zinta: প্রীতি জ়িন্টার কামব্যাক! দক্ষিণী ছবিতে নাকি অভিনয় করবেন তিনি
দ্য নাইট ম্যানেজার সিরিজ, যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল, আদিত্য রায় কাপুরকে। সেই সিরিজের প্রযোজক ছিলেন তিনি। বর্তমানে কীসের প্রস্তুতিতে ব্যস্ত তা রহস্যই রয়ে গিয়েছে এখনও।
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 1:46 PM
Share

জিন গুডএনাফ নামের এক আমেরিকান ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন বলিউডের অভিনেত্রী-ব্যবসায়ী প্রীতি জ়িন্টা। তারপর তিনি চলে যান লস অ্যাঞ্জেলেসে। সেখানেই এখন তিনি ঘোর সংসারী। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জননী হয়েছেন প্রীতি। তাদের প্রতিপালনে সময় কেটে যাচ্ছে অভিনেত্রীর। বলিউড ছেড়ে, অভিনয় ছেড়ে এতদিন কাটিয়ে দিলেন বিদেশের শ্বশুরবাড়িতে। এবার নাকি তিনি ফের অভিনয়মুখী হয়েছেন। তিনি নাকি দেশে ফিরছেন খুব তাড়াতাড়ি।

প্রীতি জ়িন্টা অভিনয় করবেন। নিজের ফেলে আসা কেরিয়ারকে ফের একবার সুযোগ দেবেন। সেটাই হবে প্রীতির কামব্যাক। তবে বলিউড ছবিতে নয়, প্রীতি নাকি কামব্যাক করবেন একটি দক্ষিণ ভারতীয় ছবিতে। তেমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও এ ব্যাপারে একটি শব্দও খরচ করেননি প্রীতি। ফলে এখনও পর্যন্ত সেই খবরে সীলমোহর বসেনি।

শাহরুখ খানের সঙ্গে ‘দিল সে’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন প্রীতি জ়িন্টা। তিনি যদিও সেই ছবির নায়িকা ছিলেন না, তবে একমাথা কোকড়ানো চুল, গালে টোলপড়া মিষ্টি মেয়েটাকে অনেকেরই ভাল লেগেছিল। বেশ অন্যরকম চেহারা প্রীতির। খানিক ছকভাঙা। তাই যে ছবিতেই তিনি অভিনয় করেছেন, দর্শক তাঁকে ভুলতে পারেননি।

প্রীতির কেরিয়ারে কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে। যেখানে তাঁকে মুখ্যচরিত্রে দেখা যায়। শাহরুখ খানের সঙ্গেই অধিকাংশ ছবিতে সাফল্য পেয়েছেন প্রীতি। করণ জোহর পরিচালিত ‘কাল হো না হো’ ছবিতে এক পড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রের নাম ছিল নয়না। ‘বীরজ়ারা’ ছবিতে পাকিস্তানি মেয়ে জ়ারা হায়াত খানের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন প্রীতি। হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন ‘কোই মিল গায়া’ ছবিতে।