National Film Awards 2022: ৬৮তম জাতীয় পুরস্কারে আশা পারেখ দাদাসাহেব ফালকে, সুরিয়া, অজয় দেবগন সেরা অভিনেতার পুরস্কার পেলেন

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 30, 2022 | 8:38 PM

National Film Awards 2022: 'জখম' এবং 'দ্য লিজেন্ড অফ ভগৎ সিং' ছবির পর অজয় ​​তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন।

National Film Awards 2022: ৬৮তম জাতীয় পুরস্কারে আশা পারেখ দাদাসাহেব ফালকে, সুরিয়া, অজয় দেবগন সেরা অভিনেতার পুরস্কার পেলেন
৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু

Follow Us

শুক্রবার দিল্লিতে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর কিছুক্ষণ আগেই বিজয়ীদের তালিকা ঘোষণা করেছিলেন। ২০২০ সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারটি আজ রাষ্ট্রপতি যে পুরস্কারগুলি বিতরণ করছেন তার মধ্যে রয়েছে। কিংবদন্তী অভিনেত্রী আশা পারেখ ভারতীয় চলচ্চিত্রে তাঁর  আজীবন অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাবেন।

সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে সুরিয়া অভিনীত ‘সোরারাই পোত্রু’। তিনি সেরা অভিনেতার পুরস্কারও জিতেছিলেন যা তিনি অজয় ​​দেবগনের সঙ্গে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এ অভিনয়ের জন্য ভাগ করছেন। অজয় দেবগন ‘তানহাজি’-এর জন্য সেরা জনপ্রিয় ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্টের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘জখম’ এবং ‘দ্য লিজেন্ড অফ ভগৎ সিং’ ছবির পর অজয় ​​তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন। বিশাল ভরদ্বাজ তাঁর ডকুমেন্টারি ফিল্ম ‘1232Kms’-এ ‘মারেঙ্গে তো ওয়াহিঁ জাকার’ গানের জন্য ‘সেরা সঙ্গীত রচনা’ বিভাগে রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন।

অপর্ণা বালামুরালি ‘সোরারাই পোত্রু’-তে সুরিয়ার বিপরীতে অভিনয় করেন। তিনি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। বিজু মেনন মালয়ালম ছবি ‘আয়্যাপ্পানুম কোশিয়াম’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি তামিল চলচ্চিত্র ‘শিভারঞ্জনিয়ুম ইন্নাম সিলা পেঙ্গালুম’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

জাতীয় পুরস্কার ২০২২ এর বিজয়ীদের একটি সম্পূর্ণ তালিকা হল-

সেরা চলচিত্র:

সেরা ফিচার ফিল্ম: সোরারাই পোত্রু

সেরা পরিচালনা: সাচি, আয়াপ্পানাম কোশিয়ুম

সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি, সোরারাই পোত্রু

সেরা অভিনেতা: সুরিয়া, সোরারাই পোত্রু এবং অজয় ​​দেবগন তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র

সেরা সহ-অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি, শিভারঞ্জনিয়ুম ইন্নুম সিলা পেঙ্গালুম

সেরা পার্শ্ব অভিনেতা: বিজু মেনন, একে আয়াপ্পানাম কোশিয়ুম

সেরা তেলেগু চলচ্চিত্র: কালার ফটো

সেরা তামিল চলচ্চিত্র: শিভারঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম

সেরা মালায়ালাম ফিল্ম: থিঙ্কলাজচা নিশ্চয়াম

সেরা মারাঠি ছবি: গোষ্ট এক পৈঠানিচি

সেরা কন্নড় ছবি: ডল্লু

সেরা হিন্দি ছবি: টুলসিদাস জুনিয়র

সেরা বাংলা চলচ্চিত্র: অভিযাত্রিক

সেরা অসমীয়া চলচ্চিত্র: সেতু

বিশেষ উল্লেখ:

ভাঙ্কু (মালয়ালম), জুন (মারাঠি), আভাঞ্চিত (মারাঠি), গোদাকাথ (মারাঠি), টুলসিদাস জুনিয়র (হিন্দি)

সেরা টুলু ফিল্ম: জিতিগে

সেরা হরিয়ানভি ছবি: দাদা লখমি

সেরা দিমাসা চলচ্চিত্র: সেমখোর

সেরা অ্যাকশন পরিচালনা: একে আয়াপ্পানাম কোশিয়ুম

সেরা কোরিওগ্রাফি: নাট্যম (তেলেগু)

সেরা গানের কথা: সাইনা

সেরা সঙ্গীত পরিচালনা: আলা বৈকুণ্ঠপুররামুল (গান): থামন এস

সেরা প্লেব্যাক গায়ক: মি বসন্তরাও-এর জন্য রাহুল দেশপান্ডে এবং কৌশলের জন্য অনীশ মঙ্গেশ গোসাভি

সেরা প্লেব্যাক গায়িকা: নানচাম্মা, আয়াপ্পানব কোশিয়াম

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সোরারাই পোত্রু

সেরা মেক-আপ: নাট্যম

সেরা কোরিওগ্রাফি: নাট্যম

সেরা কস্টিউম ডিজাইন: তানাজি

সেরা প্রোডাকশন ডিজাইন: কাপেলা

সেরা সম্পাদনা: শিভারঞ্জনিয়ুম ইন্নুম সিলা পেঙ্গালুম

সেরা অডিওগ্রাফি: ডলু

সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: জাস্টিস ডিলেড বাট ডেলিভারড এবং থ্রি সিস্টারস

 

Next Article