Prosenjit Chatterjee: সুপারস্টার প্রসেনজিতের পুত্র ফলো করেন কিরণ দত্তকে, বলে, ‘বাবা তুমি ওর সঙ্গে আরও ভিডিয়ো বানাও’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 27, 2022 | 6:30 AM

Kiran Dutta: ১৪ মিনিট ০৫ সেকেন্ডের ভিডিয়োতে উঠে এসেছে নানা তথ্য। স্টারদের জীবন, বাংলা সিনেমা, প্রতিযোগিতা... সবটা।

Prosenjit Chatterjee: সুপারস্টার প্রসেনজিতের পুত্র ফলো করেন কিরণ দত্তকে, বলে, বাবা তুমি ওর সঙ্গে আরও ভিডিয়ো বানাও
প্রচারে প্রসেনজিতের সঙ্গে কিরণ।

Follow Us

বাংলায় অন্যতম জনপ্রিয় ইউটিউবার হলেন কিরণ দত্ত। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ‘দ্য বং গাই’। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবের সঙ্গে একটি ভিডিয়ো তৈরি করে নিজের ইউটিউব চ্য়ানেলে আপলোড করেছেন কিরণ। পুজোতেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-দেবের ছবি ‘কাছের মানুষ’। তারই প্রচারে ব্যস্ত আছেন দুই তারকা। সারাদিন ঘুরে বেড়াচ্ছেন ইতি-উতি। দেব-প্রসেনজিৎ দু’জনেই প্রচার নিয়ে খুঁতখুঁতে। অভিনব কায়দায় ছবি প্রচার করেন তাঁরা। এবারও সেই ব্যতিক্রম হয়নি। ছবি প্রচার করতে কলকাতা ঘুরলেন পাবলিক বাসে। না, না ফাঁকা বাসে নয়। যাত্রীসহ বাসে উঠে যাত্রা করলেন টিকিট কেটে। অটোতে উঠলেন। রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেলেন। লেক কালী বাড়িতে পুজো দিলেন দুই তারকা। এই গোটা যাত্রায় তাঁদের সঙ্গী ছিলেন কিরণ। তিনি সবটাই ক্যামেরাবন্দি করেছেন। ১৪ মিনিট ০৫ সেকেন্ডের ভিডিয়োতে উঠে এসেছে নানা তথ্য। স্টারদের জীবন, বাংলা সিনেমা, প্রতিযোগিতা… সবটা। মজার কিছু তথ্যও জানা গিয়েছে। যেমন ধরুন…

প্রসেনজিৎ জানিয়েছেন, তাঁর পুত্র মিশুক নাকি কিরণ দত্তকে ফলো করে। ভাবুন, একজন সুপারস্টারের পুত্র, তার প্রিয় পাত্র একজন ইউটিউবার। মেধাবী কিরণ যদিও নিজে গুণে অনেকখানি মন জয় করেছেন দর্শকের। কিরণের ফ্যান-ফলোয়ার্স ঠিক কতখানি, তা বলে বোঝানো যাবে না। কথিত আছে, কিরণ একটি পাড়ায় একজনের বাড়িতে গিয়েছিলেন। বাড়ির নীচে লোক জড়ো হয়ে গিয়েছিল। মজার ছলে নিজের ভিডিয়ো গুলিতে বড়-বড় তারকাদের মক করেন কিরণ। সেই তালিকায় কিন্তু থাকেন প্রসেনজিৎ-দেবও। তাঁরা দু’জনেই যদিও স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছেন বিষয়টিকে। প্রসেনজিতের পুত্র মিশুকও চায় বাবা যেন কিরণের সঙ্গে আরও কিছু ভিডিয়ো তৈরি করেন।

প্রসঙ্গত, কিরণ সিনেমা এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কলকাতা চলন্তিকা’। পাভেল পরিচালিত ছবিতে অনেকখানি জুড়ে ছিলেন কিরণ। তাঁকে কাস্ট করা হয়েছিল দিতিপ্রিয়া রায়ের বিপরীতে। ছবিতে তাঁর কোনও সংলাপ ছিল না বলে কিরণের ভক্তরা বিরক্তিও প্রকাশ করেছেন। কিরণের চ্যানেলে অনেক তারকাই তাঁদের ছবির প্রচার করেন। এই চল শুরু করেছিলেন দেব। কিরণকে দিয়ে তিনিই প্রথম নিজের ছবির প্রচার করেছিলেন।

Next Article