প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাওয়ার কথা রাজকুমার সন্তোষীর ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’। প্রথম থেকেই এই ছবি বিতর্কের মুখে। এবার সাংবাদিক সম্মেলনেও ওই ছবি নিয়ে হল তুমুল প্রতিবাদ। সম্প্রতি মুম্বইয়ে রাজকুমার সন্তোষী ছবিটির একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলেন। সেখানে আচমকাই বিক্ষোভকারীরা হাজির হয়ে ওই ছবির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারীকে নিয়ে কেন ছবি হবে, এই নিয়ে প্রশ্নও তোলেন তাঁরা। ছবির নির্মাতাদের উদ্দেশ্য করে দেখানো হয় কালো পতাকা। স্লোগান ওঠে ‘মহাত্মা গান্ধী জিন্দাবাদ”। ঘটনাস্থলে পুলিশ এসে গোটা ঘটনার সামাল দেয়।
যদিও এই ঘটনা কোনও প্রভাব ফেলেনি পরিচালকের উপর। ছবি নিয়ে যে আলোচনা হবে সে সম্পর্কে তিনি অবগত। পরিচালক জানিয়েছেন, একবার কেউ তাঁকে মহাত্মা গান্ধীর সমর্থক ভেবেছিলেন, কারণ তিনি গান্ধীর এক ছবির সামনে দাঁড়িয়েছিলেন। পরিচালক আরও জানিয়েছেন, অনেকে তাঁকে গডসের সমর্থকও ভেবে থাকেন। তাই কে কি ভাবল সে নিয়ে তিনি খুব একটা বিচলিত নন, বলেই দাবি তাঁর। জানালেন তিনি ভয়ও পাননি। তাঁর মতে, ৭০ বছর ধরে গডসের আওয়াজকে দমিয়ে রাখা হয়েছে। পরিচালকের মতে, গডসের যুক্তিও শোনা উচিৎ। ছবিটি দেখার পর সবার মতামতই তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ছবি তৈরিতে কোনও ধর্মীয় ভাবাবেগ কাজ করেনি। গডসের গুলিতে যদি গান্ধীর মৃত্যু না হত তবে ঘটনা কোন খাতে বইত, তা নাকি এই ছবিতে বলেছেন পরিচালক।
রাজকুমার সন্তোষীর শেষ ছবি মুক্তি পেয়েছিল ৯ বছর আগে। ছবির নাম ‘ফাটা পোস্টার নিকলা হিরো’। ছবিটি বক্সঅফিসে মাঝামাঝি মানের ব্যবসা করেছিল। এই ছবিটি মুক্তি পাবে ২৬ জানুয়ারি। এই ছবি সাধারণ দর্শক কী ভাবে নেয় এখন সেটাই দেখার।