বিপাকে পঞ্জাবি গায়ক দালের মেহেন্দি। ১৯ বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি। এরপরই ২০০৩ সালে দায়ের হওয়া ওই মানবপাচার মামলায় গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হয়। জামিনের আবেদন খারিজ করে শুক্রবার তাঁকে দু’বছরের কারাবাসের সাজা শুনিয়েছে পাটিয়ালার নগর দায়রা আদালত। ১৯ বছর আগে নিম্ন আদালত রায় দিয়েছিল দু’বছরের জন্য হাজতবাস হবে দালেরের। সেই রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন গায়ক। সেবার নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল দু’বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকা জরিমানার। এ দিনের রায়ে সেই রায়ই বহাল রয়েছে।
২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর দালের মেহেন্দি ও তার দাদা শামশের মেহেন্দির বিরুদ্ধে অবৈধভাবে বিদেশে মানবপাচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল (২০১৭ সালে মারা যান শামশের)। ওই সালেই আদালতে দুই ভাইয়ের বিরুদ্ধে এক মামলাও দায়ের করা হয়। ১৫ বছর পর, ২০১৮ সালে নিম্ন আদালত দালেরের বিরুদ্ধে দু’বছরের জেল হেফাজতের রায়দান করে। পাল্টা আবেদন করা হয় সঙ্গীতশিল্পীর তরফেও। সে সময় তার তরফে পাল্টা জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করে আদালত। যদিও এ দিন সেশনস কোর্টও দালেরের যাবতীয় আবেদন খারিজ করে তাকেই অভিযুক্ত হিসেবে রায় দিয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৯৮-৯৯ সালের মধ্যে ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং নিউ জার্সিতে অবৈধভাবে নিয়ে গিয়ে ‘ছেড়ে দিয়ে’ আসেন।
১৯৬৭ সালের ১৮ অগস্ট পটনায় জন্ম নেন দালের মেহেন্দি। তাঁর ভাই মিকা সিং সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। কেরিয়ারে অসংখ্য হিট গান রয়েছে তাঁর। বিদেশেও তিনি সমান জনপ্রিয়। ২০১৯ সালে সক্রিয় ভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। তাঁর চার সন্তান রয়েছে।