Pushpa 2: ভয়ানক দুর্ঘটনার কবলে ‘পুষ্পা ২’ টিম, আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Pushpa 2: তারই মাঝে দুর্ঘটনায় রীতিমত চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। চলতি বছরের শেষেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা তুঙ্গে। ইতিমধ্যেই ছবির বাজেট সকলের নজর কেড়েছেন।
পুষ্পা ২ ছবির সেটে ভয়ানক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই এল খবর। ঠিক কী ঘটেছিল। বুধবার অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। বাস বোঝাই পুষ্পা ২ ছবির কাস্ট। মাঝ রাস্তায় হঠাৎই সেই গাড়ি ধাক্কা মেরে বসল এক পিটিসি বাসকে। হায়দরাবাদের বিজয়াবড়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই স্টার। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত ইতিমধ্যেই ছবির প্রথম শিডিউলের কাজ শেষ হয়ে গিয়েছে। সেখান থেকেই ফিরছিল টিম। পরিচালক সুকুমার এখন ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত।
তারই মাঝে দুর্ঘটনায় রীতিমত চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। চলতি বছরের শেষেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা তুঙ্গে। ইতিমধ্যেই ছবির বাজেট সকলের নজর কেড়েছেন। ছবি তৈরি করতে লাগছে ৪০০ কোটি টাকা। ২০২২ সাল থেকেই একের পর এক ছবির খবর সামনে আসতে থাকে। তবে বহু প্রতিক্ষিত ছবি পুষ্পা ঠিক কবে মুক্তি পেতে চলেছে তার কোনও উত্তর এখনও মেলেনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। রাতারাতি ভাইরাল হয়েছে ছবির খবর।
প্রসঙ্গত, রমরমিয়ে চলছে পুষ্পা ২ ছবির কাজ। সম্প্রতিতে মুক্তি পেয়েছে ছবির টিজার থেকে শুরু করে ছবির পোস্টার। পুষ্পা ২ ছবিতে যে আল্লু অর্জুনকে আরও এক কদম এগিয়ে শক্তিশালী সুপারস্টার হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, মিলল তার আভাস। তিন মিনিটের বেশি এই ছবির টিজ়ারের শুরুটাই হয় পুষ্পার খোঁজ দিয়ে। সর্বত্র তোলপাড়, আটটা গুলি লেগেছে পুষ্পার গায়ে, কীভাবে বাঁচবেন তিনি? একমাসের খোঁজ যখন ইতি তখন অনেকেই মনে করতে শুরু করেছে পুষ্পা মৃত। তারপরই সামনে আসে সেই লুক। ছবির কাজ এখনও শেষ হয়নি। বেশকিছুটা শুটিং এখনও বাকি।
তবে দেশের বুকে নয়, পুষ্পা ঝড় এবার বিদেশের মাটিতে। ছবির বিশেষ কিছু অংশ শুট করা হবে বিদেশেই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সেই খবরেই এবার নজর ভক্তদের। সদ্য শেষ হয়েছে ছবির হায়দরাবাদের শুটের কাজ। সেই ছবির শুট এবার বিদেশে। দক্ষিণসূত্রে মিলছে তেমনই খবর। তবে সঠিক কোথায় পুষ্পা ২ ছবির শুট হবে তা এখনও স্পষ্ট নয়। লোকেশন সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি বলেই জানান হয়।