না, জল্পনা আর নয়। এবার সত্যি সত্যি বাবা হতে চলেছেন গায়ক রাহুল বৈদ্য। হিন্দি টেলিভিশন ও সঙ্গীত জগতের জনপ্রিয় তারকা যুগল দিশা পার্মার ও রাহুল বৈদ্য। বিয়ের পর থেকেই এই জুটিকে নিয়ে চর্চা তুঙ্গে। বার বার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁদের সন্তান সম্ভাবনার খবর। একবার গাড়িতে ঘুরছিলেন জুটি। গাড়ি থামিয়ে অনুরাগীদের সঙ্গে আইসক্রিম খেতে দেখা গেল তাঁদের। ইন্টারনেটে ঝড় বয়ে গিয়েছে তারপর থেকে। রাহুলের মহিলা অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। যেখানেই যান না কেন, মহিলারা তাঁকে ঘিরে ধরেন। সেরকমই কয়েকজন মহিলা ফ্যানদের আইসক্রিম খাইয়ে দিচ্ছিলেন রাহুল বৈদ্য। গাড়িতে ঠিক তাঁরই পাশে বসে ছিলেন দিশাও। বিষয়টি দেখা মাত্রই সকলেই করে ছিলেন দুইয়ে দুইয়ে চার।
ভিডিয়োটি ভাইরাল হয় রাতারাতি। অনুরাগীদের রাহুল বলতে থাকেন, “এসো ভিতরে এসো।” ক্যামেরায় যাঁরা মুহূর্তবন্দি করছিলেন তাঁদের বলতে শোনা যায়, “যাও যাও, মিষ্টি কিছু নিশ্চয়ই আছে।” তারপরই রাহুল বলেছেন, “আমি আর দিশা কোনও সুখবর শোনাচ্ছি না। সেই জন্য এই মিষ্টিমুখ নয়। এমনই মিষ্টিমুখ করাচ্ছি।” অনুরাগীদের মধ্যে এক মহিলা বলে ওঠেন, “কোনও ব্যাপার নয়। আপনি খাওয়াচ্ছেন, আমরা ধন্য হচ্ছি।”
কিছুদিন আগেই গুজব রটেছিল দিশা পার্মার ও রাহুল বৈদ্য নাকি বাবা-মা হতে চলেছেন। ঢিলেঢালা পোশাক পরেছিলেন দিশা। ছবি দেখে সকলে ধরেই নিয়েছিলেন তিনি গর্ভবতী। পরে অবশ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছিলেন, তিনি প্রেগন্যান্ট নন আর জীবনেও ঢলা টি-শার্ট পরবেন না তিনি। তবে এই সকল মন্তব্য এখন অতীত। বর্তমানে রাহুল ও দিশা সত্যি সুখবর শেয়ার করে নিলেন। সোনোগ্রাফির রিপোর্টও আনলেন সামনে। বেবিবাম্পে ধরা দিলেন দিশা। পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছার ঝড় নেটপাড়ায়।