ছাড় পেলেন না থালাইভা রজনীকান্তও। দক্ষিণী সুপারস্টার পুনীত রাজকুমারের মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে পুনীত ভক্তদের রোষে মুখে অভিনেতা। তিনি দেরি করে শোকবার্তা দিয়েছেন তা নিয়ে যতটা না অসন্তুষ্ট পুনীত ভক্তরা, তার চেয়েও তাঁদের বেশি খারাপ লেগেছে রজনীকান্তের শোক জ্ঞাপনের পদ্ধতি নিয়ে। মেয়ে সৌন্দর্যর ভয়েস মেসেজ অ্যাপের মাধ্যমে এক ভয়েস নোট শেয়ার করে শোক বার্তা দিয়েছেন রজনীকান্ত। নেটিজেনদের একটা বড় অংশ মনে করছেন, উদ্দেশ্য শোক প্রকাশ নয়, মেয়ের অ্যাপের প্রচার করা।
শোকবার্তায় রজনী বলেছেন, “… খবরটা শুনে ভীষণ খারাপ লাগছে। ও আমার চোখের সামনে বড় হয়েছে। ভীষণ গুণী একজন মানুষ ছিল।” রজনীকে আরও বলতে শোনা গিয়েছে, “কেরিয়ারের উন্নতির একেবারে শিখরে ছিল। পুনীত ভাল থাকুক। কন্নড় ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।” পুনীত ভক্তদের একাংশে র বক্তব্য, এই কথাগুলিই রজনীকান্ত সামাজিক মাধ্যম গুলোর মাধ্যমেও দিতে পারতেন। সেক্ষেত্রে মেয়ের অ্যাপ ব্যবহার করে শোক জ্ঞাপন নাকি প্রচার?
প্রসঙ্গত, গত মাসের ২৯ তারিখ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পুনীত। অভিনেতার পরিবার সূত্রে জানানো হয়, মৃত্যুর দিন সকালে জিম করছিলেন অভিনেতা। আচমকাই পড়ে যান তিনি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউতে। হাসপাতাল সূত্রে জানানো হয়, ম্যাসিভ হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি। অবস্থা ছিল আশঙ্কাজনক। এর পরেই দুপুরে মৃত্যু হিয় তাঁর। যদিও পুনীতের মৃত্যুর খবর রজনীকান্ত পান আরও দুই দিন পর। তিনি নিজেও অস্ত্রোপচারের কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। বাড়ি ফেরেন ৩১ অক্টোবর।
আরও পড়ুন- Shrabanti Chatterjee: পেশাগত চাপ! ‘বন্ধু’ শ্রাবন্তীর বিজেপি ত্যাগ নিয়ে কী বললেন রুদ্রনীল?