Rakhi Sawant: ‘পুরুষরা সব দূরে সর’, মক্কা থেকে ফিরেই বদলে গেলেন ‘ফতিমা’!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 02, 2023 | 3:12 PM

Rakhi Sawant: এই মুহূর্তে রাখী সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা জারি। স্বামী সাদিল খান তাঁর বিরুদ্ধে সব অভিযোগ এনেছেন। শুধু কি আদিল?

Rakhi Sawant: পুরুষরা সব দূরে সর, মক্কা থেকে ফিরেই বদলে গেলেন ফতিমা!
রাখী সাওয়ান্ত।

Follow Us

 

রাখী সাওয়ান্ত আর বলা যাবে না তাঁকে– তিনি এখন ফতিমা– এমনটাই ঘোষণা করেছিলেন কিছু দিন আগে। স্বামী আদিল খানের সঙ্গে বিবাহসূত্রে ধর্ম পরিবর্তন করছেন। তাই ইসলাম ধর্মেই পরিচিত হতে চান তিনি– এমনটাই জানিয়েছেন। সম্প্রতি উমরাহ করতে মক্কা-মদিনায় গিয়েছিলেন রাখী। সেখান থেকে ফিরেই পোশাক-আশাক, আচার-বিচারে আমূল পরিবর্তন ঘটেছে তাঁর। হিজাব না পরে রাস্তায় বেরই হচ্ছেন না। এখানেই শেষ নয়, সম্প্রতি এক ইভেন্টে হাজির হয়েছিলেন রাখী। সেখানেই তাঁকে দেখে ভক্তরা ছুটে এলে বেশ বিরক্ত হতেই দেখা যায় তাঁকে। রাখী বলেন, “আদমি লোগ, আমার থেকে দূরে থাক। আমার এই সব একদম পছন্দ নয়।” রাখী সাওয়ান্ত বি-টাউনে ‘অ্যাটেনশইন সিকার’ অর্থাৎ মনোযোগ আকর্ষণকারী হিসেবেই পরিচিত। তাঁর মুখেই নাকি উল্টো সুর! অনেকেই যদিও গোটা ঘটনাকে পাব্লিসিটি স্টান্ট ছাড়া আর কিছুরই তকমা দিচ্ছেন না।

এই মুহূর্তে রাখী সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা জারি। স্বামী সাদিল খান তাঁর বিরুদ্ধে সব অভিযোগ এনেছেন। শুধু কি আদিল? তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তাঁর প্রিয় বান্ধবীও। পাল্টা অভিযোগ আনেন রাখীও। তিনি দাবি করেন, হনিমুনে তাঁর ও আদিলের ব্যক্তিগত সব ভিডিয়ো আদিল মোটা টাকায় বিক্রি করেছেন। এই নিয়েই যখন চলছে সওয়াল-জবাব তখন কিছু দিন আগেই রাখী যান তীর্থ করতে। যান মক্কায়। ফিরে এসেই তাঁকে দেখে কিছুতেই মেলাতে পারছেন না সাধারণ মানুষ।

Next Article