Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Sawant:প্রাক্তনের সঙ্গে সহবাস, প্রতারণা, রাখি সাওয়ান্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্বামী আদিল খানের

Adil Khan On Rakhi Sawant: আদিলের সঙ্গে সম্পর্কে আসার পর তাঁর প্রাক্তন স্বামী রীতেশের সঙ্গে বিয়ের কথা চেপে যান রাখি, এমনটাই আদিলের অভিযোগ। তবে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন রাখি।

Rakhi Sawant:প্রাক্তনের সঙ্গে সহবাস, প্রতারণা, রাখি সাওয়ান্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্বামী আদিল খানের
রাখি সাওয়ান্ত ও আদিল খান
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 7:00 PM

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ছাদ আলাদা হয়েছে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও আদিল খানের। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। সঙ্গে চলছে কাদা ছোড়াছুড়ির পর্বও। স্বামী আদিলের নামে শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছেন রাখি। এবার পাল্টা রাখির নামে বিস্ফোরক সব অভিযোগ এনে পর্দা ফাঁস করলেন আদিল। কী বলছেন তিনি?

ভালবেসে শুরু হয়েছিল পথ চলা। সেই ভালবাসা এখন তলানিতে এসে ঠেকেছে। বিয়ের কয়েক মাসের মাথাতেই সম্পর্কে চিড় ধরেছে রাখি আদিলের। স্বামী আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রাখি। যার উপর ভিত্তি করে আদিলকে গ্রেফতার করে পুলিশ। প্রকাশ্যে একবার নয় বার-বার স্বামীর বিরুদ্ধে কটূক্তি করতে শোনা গিয়েছে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তকে। এতদিন নেহাতই চুপ ছিলেন আদিল। তবে এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখির প্রতি সব রাগ, অভিযোগ উগরে দিয়েছেন তিনি।  আদিলের দাবী , রাখির মত মেয়েরা কথা বলার জন্যও ক্ষতিকারক। তাঁর কথায়, “রাখির মত মেয়েরা সব করতে পারে। আমাদের সংবিধান এমনভাবে নারীদের সুরক্ষা দেয়, যেখানে তাঁরা ‘ধর্ষণ’ বলে চিৎকার করে উঠলেও আমাদের (পুরুষদের) গ্রেফতার হতে হয়।”

আদিলের সঙ্গে সম্পর্কে আসার পর তাঁর প্রাক্তন স্বামী রীতেশের সঙ্গে বিয়ের কথা চেপে যান রাখি, এমনটাই আদিলের অভিযোগ। তবে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন রাখি। এমনকি কাজের দোহাই দিয়ে যুক্তরাজ্যে গিয়ে রীতেশের সঙ্গে সহবাস পর্যন্ত করেছেন। রাখি ও রীতেশের চ্যাট পড়ে আদিল জানতে পেরেছিলেন, রাখি তাঁকে জানায় আদিলকে বিয়ে করে তিনি ভুল করেছেন। রীতেশের থেকে আর্থিক সাহায্যও নিতেন রাখি, এমনটাই দাবী আদিলের।