আজই কি আসতে চলেছে সুখবর রণবীর কাপুর এবং আলিয়া ভাটের থেকে। কারণ খবর হচ্ছে দুইজনে হাসপাতালে পৌঁছেছেন আজ সকালে। সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁরা গিয়েছেন তাঁদের প্রথম সন্তানের ডেলিভারির জন্য। ৫ বছর সম্পর্কে থাকার পর এই বছর এপ্রিল মাসের ১৪ তারিখ আলিয়া-রণবীর সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের মাস দুই পরই আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। সন্তান আসার এই পুরো সময়টা আলিয়া তাঁর আর এক সন্তান ব্রহ্মাস্ত্র ছবির প্রচারেই ব্যস্ত ছিলেন। এর মাঝেই আলিয়া তাঁর প্রথম হলিউড প্রজেক্ট দ্য হার্ট অফ স্টোন ছবির কাজ শেষ করেন। গ্যাল গ্যাডোট রয়েছেন এই ছবিতে। নেটফ্লিক্সে দেখানো হবে এই ছবি। অন্যদিকে ব্রহ্মাস্ত্র ছবির সিনেমা হল রিলিজের প্রচারের পর ওটিটি রিলিজের ক্ষেত্রেও তিনি কোনও খামতি রাখেননি। এই ছবি আলিয়ার জন্য বিশেষ সকলেই জানেন।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া তাঁর স্বপ্নের রাজপুত্র রণবীরকে পান। তাই এই ছবি তাঁর হৃদয়ের খুব কাছের। অন্তঃসত্ত্বা হওয়ার পর আলিয়া তাঁর নিজের মাতৃত্বকালীন পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন। সম্প্রতি, কাপুর এবং ভাট পরিবারের মহিলারা আলিয়ার জন্য একটি বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
রণবীর সম্প্রতি তাঁদের বেবি কাপুরকে স্বাগত জানানোর কী রকম প্রস্তুতি নিচ্ছেন, সেই গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি বলেছিলেন, “এখন আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কারণ একটি বই রয়েছে যা তিনি (আলিয়া) পড়েছেন এবং চান যে আমিও পড়ি। আমি এমন বই থেকে ৩০ শতাংশ বিষয় জানতে পারব। সেই নিয়ে আমি তাঁকে বোঝাই, ‘শোন, এই সব বই আমাদের শেখাবে না কীভাবে আমরা আমাদের সন্তানকে বড় করব। যখন সে আমাদের জীবনে আসবে তার সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা হবে’।” সেই অভিজ্ঞতার দিন আসতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। দুই পরিবার সহ ভক্তরা অপেক্ষায় জুনিয়র কাপুরের।