National Cinema Day: মাত্র ৭৫ টাকায় টিকিট পেতেই হুড়োহুড়ি, শুক্রবার রেকর্ড আয় ‘ব্রহ্মাস্ত্র’-র

National Cinema Day: ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ব্রহ্মাস্ত্র। ছবির ভাগ্য কী হবে তা নিয়ে দ্বিধায় ছিলেন খোদ নির্মাতারাও। তবে বয়কট ট্রেন্ডের মুখ পড়েও ওই ছবি হিট হয়েছে।

National Cinema Day: মাত্র ৭৫ টাকায় টিকিট পেতেই হুড়োহুড়ি, শুক্রবার রেকর্ড আয় 'ব্রহ্মাস্ত্র'-র
অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 2:14 PM

২৩ সেপ্টেম্বর ছিল জাতীয় সিনেমা দিবস। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সংক্ষেপে এমএআইয়ের তরফে জানানো হয়েছিল ওই দিন যে কোনও মাল্টিপ্লেক্সে মাত্র ৭৫টাকায় দেখা যাবে ছবি। আর তাতেই ‘ব্রহ্মাস্ত্র’ রীতিমতো ছক্কা হাঁকাল। ছবি মুক্তি পাওয়ার ১৫ দিন পরেও গতকাল অর্থাৎ শুক্রবার ওই ছবির আয় বেশ কিছুটা বাড়ল। ৭৫ টাকায় ৪১০ কোটির ছবি মিস কিছুতেই করতে চাইলেন না সিনেপ্রেমীরা। কত টাকার টিকিট বিক্রি হল? সিনেমা হলই বা কত শতাংশ ভর্তি থাকল সে হিসেবে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

বলিউড হাঙ্গামার এক রিপোর্ট জানাছে, মাল্টিপ্লেক্স গুলি নাকি মোটামুটি ভাবে ৮৫ শতাংশ ভর্তি ছিল। তৃতীয় সপ্তাহে এসে এই অঙ্ক বেশ ভালই বলা চলে। অন্যদিকে এও জানা যাচ্ছে শুক্রবার নাকি ওই ছবি আয় করেছে প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। যেখানে ওই ছবি দ্বিতীয় সপ্তাহের প্রথম সোমবার মাত্র ৪ কোটি ৮০ লক্ষ টাকা এমনকি গত বৃহস্পতিবার মাত্র ৩ কোটি ১০ লক্ষ টাকা আয় করেছে সেখানে শুক্রবার প্রায় দ্বিগুণ টাকার টিকিট বিক্রি হওয়া বেশ ভাল ইঙ্গিত।

মাথায় রাখতে হবে বাকি দিনগুলিতে কিন্তু টিকিটের মূল্য আরও বেশি ছিল। তাই সিনেমাও দেখেছেন কোন সংখ্যক দর্শক। অন্যদিকে সিনেমা দিবসে টিকিটের মূল্য কম অথচ আয় বেশি প্রমাণ করে দিচ্ছে বেশি পরিমাণ মানুষ রণবীর-আলিয়ার ছবিটি দেখতে হলমুখো হয়েছেন। সিনেমা দিবসে ‘ব্রহ্মাস্ত্র’ যে ভাল ফল করবেই সে আভাস মিলেছিল আগেই। প্রায় ৬ লক্ষ টাকার অগ্রিম বুকিং হয়েছিল শুক্রবারের জন্য। প্রসঙ্গত, শুরু থেকেই বিভিন্ন হল মালিকেরা অভিযোগ করেছিলেন ছবিটির টিকিট মূল্য নাকি অস্বাভাবিক হারে বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতার মেনকা হল থেকে শুরু করে ডানলপ অঞ্চলের সোনালী সিনেমা হলের হল মালিকেরাও টিভিনাইন বাংলাকে জানিয়েছিলেন সে কথা। তাই ৭৫ টাকায় ১০০০ টাকার ছবি তাও আবার মাল্টিপ্লেক্সে বসে দেখার সুযোগ যে কিছুতেই হাতছাড়া করতে চাননি দর্শক, তা বলে দিচ্ছে বক্সঅফিসে হিসেবে।

৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ব্রহ্মাস্ত্র। ছবির ভাগ্য কী হবে তা নিয়ে দ্বিধায় ছিলেন খোদ নির্মাতারাও। তবে বয়কট ট্রেন্ডের মুখ পড়েও ওই ছবি হিট হয়েছে। ছবিটর অন্যতম প্রযোজনা সংস্থা ধর্মের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত ওই ছবি সারা বিশ্বে আয় করেছে ৩৬০ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের হিসেব অনুযায়ী, আরও বেশ কিছু দিন বক্স অফিসে ভাল পারফর্ম করবে ছবিটি।