Ranbir Kapoor: আলিয়ার মতো চরিত্র পাক রাহা, চান না রণবীর

Bollywood: আলিয়া ভাট তাঁর স্ত্রী। মেয়ের নাম রেখেছেন রাহা। অথচ একরত্তি রাহা মায়ের মতো হোক কিছুতেই চান রণবীর কাপুর। বরং মেয়ের চরিত্র তাঁর মতো হোক, এমনটাই চান তিনি। কেন?

Ranbir Kapoor: আলিয়ার মতো চরিত্র পাক রাহা, চান না রণবীর
আলিয়ার মতো চরিত্র পাক রাহা, চান না রণবীর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 2:11 PM

আলিয়া ভাট তাঁর স্ত্রী। মেয়ের নাম রেখেছেন রাহা। অথচ একরত্তি রাহা মায়ের মতো হোক কিছুতেই চান রণবীর কাপুর। বরং মেয়ের চরিত্র তাঁর মতো হোক, এমনটাই চান তিনি। কেন? নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। তাঁর কথায়, “আলি আলিয়াকে বলেছিলাম ও মানে আমাদের মেয়ে রাহা যেন ওর মতো দেখতে হয়। যদি ও তোমার মতো দেখতে হয় তবে ও খুব সুন্দর দেখতে হবে। কিন্তু আমি চাই ও আমার ব্যক্তিত্ব পাক রাহা। আমার মতো চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হোক।” তিনি যোগ করেন, “আলিয়া বড্ড বেশি বাচাল, অনেক কথা বলে। ও ভীষণ প্রাণবন্ত। একই বাড়িতে এমন দুজনকে সামলানো বেশ কষ্টের।” অন্যদিকে রণবীর কাপুর চুপচাপ। শান্তও বলা যেতে পারে। মেয়ে যেন তাঁর মতো শান্ত হয়, চান রণবীর। গত বছর নভেম্বরে বাবা হয়েছিলেন রণবীর। তবে পিতৃত্বকালীন ছুটি তিনি নিতে পারেননি। কাজের চাপ ছিল প্রবল। তবে শীঘ্রই তিনি ছুটিতে যাবেন বলে জানিয়েছেন রণবীর।

রণবীর বলিউডে পরিচিত অল ইন্ডিয়া রেডিও হিসেবে। অর্থাৎ তিনি নাকি সারাক্ষণ গসিপ করেন, এমন কিছু নেই যা তিনি জানেন না। সেটে সবাইকে নিয়ে থাকতে ভালবাসেন। সবার সঙ্গে মজাও করেন। পিছনে লাগা, সব কিছুই চলতে থাকে পুরোদমে। কিছুদিন আগেই আসন্ন ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানেই রণবীরের দাবি, আলিয়াকেও ছেড়ে দেন না তিনি। ট্রোল করেন তাঁকেও। তিনি বলেন, “আমি নিজেই ট্রোল। আমি আমার বন্ধুদের নিয়ে মজা করি, আলিয়াকে যে কী ট্রোল করি তা বলে বোঝাতে পারব না।” নেটিজেনদের ট্রোলিং নিয়ে তাঁর মন্তব্য, “কিছু মন্তব্য সত্যিই খুব খারাপ থাকে। কিন্তু দিনের শেষে বিনোদন দেওয়াই আমাদের কাজ। যদি মনে হয় দর্শক আমাদের ভালবাসা দেবেন, যদি মনে হয় ভাল লাগছে না ইট ছুঁড়বে।”

কিছু দিন ধরেই রটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে নাকি অভিনয় করতে পারেন রণবীর কাপুর। যদিও রবিবার সাংবাদিক সম্মেলনে এসে রণবীর জানান, এখনও পর্যন্ত নির্মাতাদের তরফ থেকে তাঁর কাছে দাদার বায়োপিকে অভিনয়ের অফার এসে পৌঁছয়নি। তিনি এও জানান, এখনও পর্যন্ত ওই বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ চলছে, কাস্টিং কিছুই চূড়ান্ত হয়নি। আপাতত শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁর পরের ছবি নিয়ে উত্তেজিত তিনি। যা মুক্তি পাবে আর কিছুদিন পরেই।