AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: মেয়েরা মন ভাঙলে পার্লারে গিয়ে ফিটফাট হয়ে আবার অন্য সেটিং করে নেয়: রণবীর

Ranbir Kapoor: বেফাঁস মন্তব্য করে বসলেন রণবীর কাপুর। হাজির ছিলেন কপিল শর্মার শো'য়ে। সেখানেই ছেলে ও মেয়েরা মন ভাঙার পর কী করে তা বলতে গিয়ে মেয়েদের নিয়ে এমন এক মন্তব্য করে ফেললেন যা নিয়ে তাঁর উপর ক্ষোভ প্রকাশ নারীজাতির একটা বড় অংশের।

Ranbir Kapoor: মেয়েরা মন ভাঙলে পার্লারে গিয়ে ফিটফাট হয়ে আবার অন্য সেটিং করে নেয়: রণবীর
রণবীর কাপুর।
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 9:50 PM
Share

বেফাঁস মন্তব্য করে বসলেন রণবীর কাপুর। হাজির ছিলেন কপিল শর্মার শো’য়ে। সেখানেই ছেলে ও মেয়েরা মন ভাঙার পর কী করে তা বলতে গিয়ে মেয়েদের নিয়ে এমন এক মন্তব্য করে ফেললেন যা নিয়ে তাঁর উপর ক্ষোভ প্রকাশ নারীজাতির একটা বড় অংশের। রণবীরের বক্তব্য, “যখন ছেলেদের মন ভাঙে তখন তাঁদের দাড়ি বেরিয়ে যায়, ভুঁড়ি হয়ে যায়। কিন্তু যখন মেয়েদের মন ভাঙে তখন শুধু তাঁর পার্লার যাওয়া দরকার। একবার আপারলিপ আর আইব্রো প্লাক হয়ে গেলেই কেল্লাফতে, নতুন কেউ সেট হয়ে যাবে।” আর এতেই মহিলা মহলের একটা বড় অংশের রোষের মুখে তিনি। অনেকেরই প্রশ্ন, তিনি তো এখন মেয়ের বাবা, এই ধরনের মন্তব্য করা মানে তো ছোট্ট রাহাকেও অপমান। আবার অনেকেরই ধারণা প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকেই খোঁচা দিয়েছেন রণবীর। যদিও ঘনিষ্ঠরা জানাচ্ছেন কমেডি শো’য়ে এসে নেহাত মজা করেই এ হেন মন্তব্য করেছেন তিনি।

রণবীর বলিউডে পরিচিত অল ইন্ডিয়া রেডিও হিসেবে। অর্থাৎ তিনি নাকি সারাক্ষণ গসিপ করেন, এমন কিছু নেই যা তিনি জানেন না। সেটে সবাইকে নিয়ে থাকতে ভালবাসেন। সবার সঙ্গে মজাও করেন। পিছনে লাগা, সব কিছুই চলতে থাকে পুরোদমে। কিছুদিন আগেই আসন্ন ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানেই রণবীরের দাবি, আলিয়াকেও ছেড়ে দেন না তিনি। ট্রোল করেন তাঁকেও। তিনি বলেন, “আমি নিজেই ট্রোল। আমি আমার বন্ধুদের নিয়ে মজা করি, আলিয়াকে যে কী ট্রোল করি তা বলে বোঝাতে পারব না।” নেটিজেনদের ট্রোলিং নিয়ে তাঁর মন্তব্য, “কিছু মন্তব্য সত্যিই খুব খারাপ থাকে। কিন্তু দিনের শেষে বিনোদন দেওয়াই আমাদের কাজ। যদি মনে হয় দর্শক আমাদের ভালবাসা দেবেন, যদি মনে হয় ভাল লাগছে না ইট ছুঁড়বে।”

কিছু দিন ধরেই রটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে নাকি অভিনয় করতে পারেন রণবীর কাপুর। যদিও রবিবার সাংবাদিক সম্মেলনে এসে রণবীর জানান, এখনও পর্যন্ত নির্মাতাদের তরফ থেকে তাঁর কাছে দাদার বায়োপিকে অভিনয়ের অফার এসে পৌঁছয়নি। তিনি এও জানান, এখনও পর্যন্ত ওই বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ চলছে, কাস্টিং কিছুই চূড়ান্ত হয়নি। আপাতত শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁর পরের ছবি নিয়ে উত্তেজিত তিনি। যা মুক্তি পাবে আর কিছুদিন পরেই।